Health Tips > Children
থ্রিডি প্রিন্টারে তৈরি হার্ট একটি শিশুর জীবন বাঁচাতে সাহায্য করল
(1/1)
Rubaiya Hafiz:
সম্প্রতি ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টার ছোট এক বালিকার হার্ট অপারেশনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি শিশু হাসপাতালে ৪ বছর বয়সী এক শিশু “TAPVC” রোগে ভুগছিল যার মানে হচ্ছে শিশুটির হার্ট হতে যেদিকে রক্ত সঞ্চালিত হওয়ার কথা সেদিকে সঞ্চালিত না হয়ে তা অন্য দিকে যাচ্ছিল যার ফলে শ্বাস কষ্ট ও ক্লান্তি তাকে অসুস্থ করে রাখত।
চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিলেও স্থায়ী কোন সমাধান দিতে পারছিলেন না ফলে তারা ধারণা করেছিলেন যে শিশুটি হয়ত আর কয়েক সপ্তাহ বাঁচতে পারে। শিশুটিকে বাঁচাতে শিশুটির হার্টে সূক্ষ্ম ও নিখুঁত একটি অস্ত্রপচার প্রয়োজন ছিল।
ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে চিকিৎসকরা শিশুটির হার্টের একটি মডেল পান যার উপর ভিত্তি করে অস্ত্রপচার প্রক্রিয়াটি ডিজাইন করা হয় ফলে পরবর্তীতে সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হয়। এখন শিশুটির হার্টে সঠিকভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে এবং শিশুটি সুস্থ আছে।
Navigation
[0] Message Index
Go to full version