Health Tips > Children
অটিস্টিক শিশুদের জন্য স্যামসাংয়ের ‘লুক অ্যাট মি’ অ্যাপ
(1/1)
Rubaiya Hafiz:
অটিজম সমস্যাগ্রস্ত শিশুদের জন্য ‘লুক অ্যাট মি’ অ্যাপ প্রকাশ করেছে স্যামসাং। যেসব অটিস্টিক শিশু তাদের আই কনটাক্টের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ বা অনুভূতি বুঝতে ব্যর্থ হয় তাদের অন্যের মুড বুঝতে সহায়তা করবে।
এই অ্যাপটি এন্ড্রয়েড চালিত ডিভাইসের ক্যামেরা ব্যাবহার করবে। সফটওয়্যারটি শিশুদের সাহায্য করার পাশাপাশি আনন্দও দেবে। প্রতিদিন কেবল ১৫-২০ মিনিট খেলার ছলে সফটওয়্যারটি ব্যবহার করলেই ১ সপ্তাহের মধ্যে এটি পয়েন্টিং সিস্টেম এবং ইন্টার্যাকশন সম্পন্ন করবে।এই সফটওয়্যারটি মূলত অটিস্টিক শিশুদের যোগাযোগে সহায়তার জন্যই তৈরি করা হয়েছে আর এটি বিনামূল্যে প্লে স্টোর থেকে সংগ্রহ করা যাবে।
Navigation
[0] Message Index
Go to full version