গাড়িতে নেটফ্লিক্স ও ইউটিউব

Author Topic: গাড়িতে নেটফ্লিক্স ও ইউটিউব  (Read 2226 times)

Offline Rubaiya Hafiz

  • Full Member
  • ***
  • Posts: 103
    • View Profile
বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বারবার বলেছেন, গাড়ির ড্যাশবোর্ডের ডিসপ্লেতে শুধু তথ্যই দেখাবে না, বিনোদনও দেবে। সেটি কেমন, সেটাই এবার খোলাসা করলেন—নেটফ্লিক্স ও ইউটিউবে ভিডিও দেখা যাবে। চালকেরা যে গাড়িতে ‘ফলআউট শেলটার’-এর মতো বেশ কিছু গেম খেলতে পারবেন, তা এরই মধ্যে দেখিয়েছে টেসলা। নতুন ঘোষণা হলো, গেমের তালিকায় এবার যোগ হয়েছে দাবা। তবে গেম হোক আর নেটফ্লিক্স, গাড়ি কেবল পার্ক করা অবস্থাতেই খেলা কিংবা দেখা যাবে। মজার ব্যাপার হলো, গাড়ির স্টিয়ারিং হুইল দিয়েই গেম নিয়ন্ত্রণ যাবে।

ইলন মাস্ক অবশ্য বলতে ভোলেননি, আইনপ্রণেতারা অনুমোদন দিলে চালকবিহীন গাড়িতে আরোহীরা গাড়ি চলার সময়েও ভিডিও দেখতে পারবেন। তবে কবে নাগাদ সুবিধাগুলো চালু হবে, মাস তা জানাননি। সে যা-ই হোক, যানজটে বসে থেকে নতুন সুবিধাগুলো বেশ কাজে দেবে বলেই মনে হচ্ছে।