« on: August 07, 2019, 05:28:18 PM »
পাইথন স্ট্রিট- সাপের মত আঁকাবাঁকা ওয়াকওয়ে। যার দেখা পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এর মূল ফটক থেকে ডান দিকে গেলেই দেখতে পাবেন একাডেমী ভবন-০৩ এর এবং গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে বাঁ পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই আপনি দেখা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত 'পাইথন স্ট্রিট' এর। দুপাশে ঘাস আর ছোট বড় গাছের সমারোহের মধ্যখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি। ডি আই ইউ ক্যাফেটেরিয়া থেকে কাঁঠালতলা পর্যন্ত বিস্তীর্ণ এই ওয়াকওয়ে আপনাকে মুগ্ধ করবে এক মুহূর্তেই। এর নান্দনিকতা আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পেয়ে থাকবেন। যেমন, বৃষ্টির ঠিক পরের মুহূর্তই আপনাকে দিবে এক স্নীগ্ধ অনুভূতি আবার দুপুরের রোদে এই রাস্তায় পাবেন আপনি শীতলতার ছোঁয়া।
ছবিঃ Nazim Wahed
লিখাঃ Kazi Sobuj
চিত্রঃ পাইথন স্ট্রিট

চিত্রঃ পাইথন স্ট্রিট
চিত্রঃ পাইথন স্ট্রিট
Source:
https://www.facebook.com/photo.php?fbid=2393853164224178&set=a.2372034283072733&type=3&theater
« Last Edit: August 07, 2019, 05:41:26 PM by Kazi Sobuj »

Logged
Md. Tarekol Islam Sobuj
Daffodil International University