Faculty of Humanities and Social Science > Law

৩ শতাংশ সাজায় এতজনের ভোগান্তি

(1/1)

Johir Uddin:
আমাদের কারাগারগুলোতে যত বন্দী আছে, তার ৮১ শতাংশ বিচারাধীন। অর্থাৎ, তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও তারা দণ্ডিত আসামি নয় এবং যতক্ষণ পর্যন্ত আদালতে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কারাগারের দেয়ালের বাইরে স্বাধীনভাবে চলাফেরা করা অন্য সবার মতোই নিরপরাধ। আমাদের বিচারব্যবস্থার দুর্বলতা এবং পুলিশ ও তদন্ত সংস্থার অদক্ষতা ও দুর্নীতির কারণে বিচারপ্রক্রিয়া যেহেতু দীর্ঘায়িত হয়, সেহেতু কথা উঠতে পারে, ভয়ংকর অপরাধের আসামিদের কারাগারে আটক রাখাই শ্রেয় এবং যৌক্তিক। কিন্তু সবচেয়ে ভয়ংকর তথ্যটি এসেছে এ প্রসঙ্গেই। আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি ক্যাটকে জানিয়েছেন যে সরকারি নিরীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের দেশে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দণ্ডিত হওয়ার হার প্রতি এক শ মামলায় মাত্র তিনটি।

Read more here: https://www.prothomalo.com/opinion/article/1609966/৩-শতাংশ-সাজায়-এতজনের-ভোগান্তি?

Johir Uddin:
The above-mentioned news has corelation with the following news! Hasn't it?

"Poor quality of police investigation in the cases, too many adjournments, non-appearance of witnesses, poor performance of prosecution among other reasons are responsible for huge backlog of cases, says a report of National Justice Audit."

Read here: https://www.thedailystar.net/city/13-per-cent-people-prefer-courts-for-justice-audit-1788982

Mahmud Arif:
Thank you for sharing.

Johir Uddin:
You are welcome.  :D

Navigation

[0] Message Index

Go to full version