Students' Affairs (DSA Office) > All Stars Daffodil
এমআইএসটি তে চ্যাম্পিয়ন অলস্টারস ড্যাফোডিল
(1/1)
Fahmi Hasan:
এমআইএসটি লিটারেচার এন্ড কালচারাল ক্লাব’ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘অঙ্কুর ২০১৯’ এ অংশগ্রহণ করতে ২১ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল হিসেবে ‘অল স্টারস ড্যাফোডিল’ মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে যায়।
এতে দলীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে আনে প্রায় ১৭টি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে।
অল স্টারস ড্যাফোডিলের এবারের পরিবেশনায় ছিলো - 'সত্তা'
রচনা ও নির্দেশনায়- ইলিয়াস নবী ফয়সাল।
এতে দ্বৈতসত্তার একজন মানুষের পরিচয়সংকটের গল্প উঠে আসে এই পরিবেশনার মাধ্যমে। এ গল্প ভীষণ অস্বস্তিকর। বদ্ধ কোনো সমাজে এ গল্প বলা যায় না।কারণ এই সমাজ এই গল্প সহজে মেতে নিতে পারে না কিন্তু গল্পটি বলতেই হবে তাঁকে; ছেলেটিকে কিংবা ছেলের শরীরধারী মেয়েটিকে।
পরিবেশনার শুরুতে বালির নাচ আর আদির গানে সবাই কোমড় দুলিয়েছে, বাবু মশায়ের চরিত্রে মুশফিকের সংলাপে দর্শক মজেছে,কিংবা শশীর গানের দরদে মন ভিজিয়েছে পুরো হলের দর্শককে।আর শেষে ফাহিমের সুরে কেদেছে দর্শকমহল।
এ যেন এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
Navigation
[0] Message Index
Go to full version