Faculty of Allied Health Sciences > Pharmacy

Acomitum napellus (একোনাইট / মিঠা জোহর)

(1/1)

Asif.Hossain:

একোনাইট / মিঠা জোহর Ranunculaceae গোত্র ভুক্ত উদ্ভিদ । যার উদ্ভিদ তাত্ত্বিক নাম Acomitum  napellus । এটি উষ্ণ মন্ডলীয় অঞ্চলের আবাদী ভেষজ উদ্ভিদ । উত্পত্তি পশ্চিম ও মধ্য ইউরোপ । আমাদের দেশে Acomitum  napellus  মিঠা জোহর নাম পরিচিত
অনেকে একে কাট বিষ ও বলে থাকে । বিষ কাটালি নামে আমাদের দেশ একটি উদ্ভিদ আছে , কাট বিষ সাথে এর কোনো মিল নাই দুটি আলাদা আলাদা গাছ ।

একোনাইট বর্ষজীবী লতানো উদ্ভিদ । অন্য গাছের ডালপালার সঙ্গে পেচিয়া উদ্ভিদটি  জন্মায় । উদ্ভিদ ১ মিটার উঁচু পাতা ৫-১০ সেন্টিমিটার ব্যাস, পাঁচ থেকে সাত গভীরভাবে lobed খন্ডের মধ্যে  বিভক্ত বৃত্তাকার হয় । ফুল নীলচে - রক্তবর্ণ, সংকীর্ণ আয়তাকার শিরস্ত্রাণ আকৃতির ১-২  সেন্টিমিটার লম্বা রক্তবর্ণ ।

Acomitum  napellus এ কন্দল জাতীয়  মূল বিদ্যমান । কন্দল মূলে প্রচুর পরিমানে রাসায়নিক উপাদান  aconitine, mesaconitine, hypaconitine এবং jesaconitine বিদ্যমান  । যা অত্যন্ত বিষাক্ত ।

শৈত্য , সাধারণ দুর্বলতা, নিউরালোজিয়া, গেটেবাত এর  ব্যথাতে  মালিশ হিসেবে ব্যবহার করা হয় সর্দি কাশি তে উত্তম ঔষধ হিসেবে   ব্যবহার করা হয় ।

sharifa:
The flower of the plant is beautiful.Is the plant available in our country?

bipasha:
so niceeeeeeeeeeeeeeeee

Navigation

[0] Message Index

Go to full version