Faculty of Engineering > Textile Engineering

Thank you Teacher.

(1/1)

Reza.:
শিক্ষকদের জবাবদিহিতা হল সৃষ্টিকর্তার কাছে। দ্বিতীয়ত স্টুডেন্টদের বাবা - মায়ের কাছে।
শিক্ষকের দায়িত্ব শুধু সাব্জেক্টের কোর্স ম্যাটেরিয়াল শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ছাত্র - ছাত্রীরা যেন অন্যান্য মানবিক গুণাবলী অর্জন করতে পারে সেই দায়িত্বও শিক্ষকদের উপর বর্তায়।
মনে আছে একেবারে ছোটবেলায় যখন প্লে নার্সারিতে পড়ি - তখনকার টিচারদের কথা। অনেক টিচারের কথা এখনও ফলো করি। কখনো ক্লাসে কখনো বা পরীক্ষার হলে। ব্যক্তিজীবনেও তাদের আদেশ উপদেশ অনুসরণ করি হয়তো মনের অজান্তেই। কতকাল আগের কথা সেই প্লে নার্সারি ক্লাসের। এতেই বোঝা যায় মানুষের জীবনে শিক্ষকের গুরুত্ব কতটুকু।
শিক্ষকতায় বেশ কিছু বছর পার করলাম। ভালো লাগে যখন পথে আগের কোন স্টুডেন্ট এসে পরিচয় দেয় সালাম দেয়।
আজকে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৫৩ আর ১৬৩ (ইভিনিং) ব্যাচের স্টুডেন্টরা তাদের থিসিস প্রেজেন্ট করল। তাদের আনুষ্ঠানিক শিক্ষা জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হল। এই ব্যাচের স্টুডেন্টদেরকে আমি প্রথম সেমিস্টার থেকেই দেখে আসতেছি। ভালো লাগলো তাদের ভাইভার পারফরমেন্স দেখে।

Sharminte:
They were good indeed

Reza.:
Thank you for your comment.

kamrulislam.te:
'শিক্ষকদের জবাবদিহিতা হল সৃষ্টিকর্তার কাছে। দ্বিতীয়ত স্টুডেন্টদের বাবা - মায়ের কাছে।'- Worth saying.

Reza.:
Thank you for your comments.

Navigation

[0] Message Index

Go to full version