Help & Support > Common Forum/Request/Suggestions
মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা
Mohammad Salek Parvez:
আজকার বিজ্ঞান ক্যামরা নিয়ে গবেষণা করে আবিস্কার করছে নিত্যনতুন পাওয়ারি ক্যামরা। কিন্তু অনেকেই জানেন না আল্লাহ তায়ালা মানুষের চোখে কত বেশি পাওয়ারি ক্যামরা দিয়ে দিয়েছেন।
বাজারে ৮ থেকে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু আমাদের খুব কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিমান ক্যামেরা! সেটি হচ্ছে আমাদের দুই নয়ন।
আপনি জেনে অবাক হবেন মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই।
পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। একটি ছবির দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ৬ মেগাপিক্সেলের ছবি।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
সাধারণত বলা হয়ে থাকে যে, স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।সূত্রঃ our islam 24.com
Sultan Mahmud Sujon:
Informative post
Dipty Rahman:
Eyes are the most beautiful camera.
Umme Atia Siddiqua:
Priceless creation by God.
sad49:
Alhamdulillah. Almighty Allah
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version