IT Help Desk > IT Forum
কোয়ান্টাম আইসিটির কার্যক্রম উদ্বোধন
(1/1)
safiqul:
তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলবে কোয়ান্টাম আইসিটি-কার্যক্রম। প্রথম পর্যায়ে এই লক্ষ্য বাস্তবায়নে কোয়ান্টামের বনশ্রী কার্যালয়ে অত্যাধুনিক প্রযুক্তি-পণ্যের সমন্বয়ে দুটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
গত শুক্রবার তথ্যপ্রযুুক্তিবিদ অধ্যাপক জামিলুর রেজা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বনশ্রী কার্যালয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক নাহার আল বোখারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন কোয়ান্টাম আইসিটি কার্যক্রমের সমন্বয়ক মো. মকবুল আহমেদ।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকাশের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিতে আমাদের সামনে রয়েছে বিপুল সম্ভাবনা।’
তিনি বলেন, এখন ট্রেনিং নিয়ে ঘরে বসেই এমনকি গ্রামের বাড়িতে বসেও অল্প দামের একটি কম্পিউটার কিনে ইউরোপ আমেরিকার কাজ করে আয় করা যায়। আগামী কয়েক বছরে আউটসোর্সিংয়ে বাংলাদেশএক নম্বরে চলে আসবে।
Source: Prothom Alo
Navigation
[0] Message Index
Go to full version