DIU Activities > Campus Articles

চলুন কিছু ছবির মাধ্যমে ঘুরে আসি Daffodil Int. University Permanent Campus

(1/1)

Kazi Sobuj:
চলুন কিছু ছবির মাধ্যমে ঘুরে আসি Daffodil International University Permanent Campus

ছবি তুলেছেন ঃ Robin Son Robin



গ্রিনগার্ডেন রেস্টুরেন্টের ছাদ থেকে এই ছবি টি তোলা হয়েছে এই ছবি তে দেখতে পারবেন এডমিশন অফিস, একাডেমিক বিল্ডিং ৪ (এবি ৪), বিশাল সবুজ খেলার মাঠ, ও একাডেমিক বিল্ডিং ১ (এবি ১) এর কিছু অংশ।



এই ছবি টি তোলা হয়েছে এবি ৪ এর ১৪ তলা থেকে, এই ছবির মধ্য ক্যাম্পাসের ৫০% দেখতে পাবেন। ছবিটির বা পাশে যে বিল্ডিং টি দেখা যাচ্ছে এটি হলো একাডেমিক বিল্ডিং ১,তার পাশেই ছোট নীল ছাদওয়ালা বিল্ডিং টি হলো একাডেমিক বিল্ডিং ২, তার সামনে হলো মসজিদ, আর যে লম্বা বিল্ডিং টি দেখা যাচ্ছে এটি হলো একাডেমিক বিল্ডিং ৩ (এবি৩)। এবি ৩ এর সামনেই অবস্থিত গ্রিনগার্ডেন রেস্টুরেন্ট
আর ছবির ডান পাশে সেটির সাথে আপনারা আগেই পরিচিত হয়েছেন।
ওকে আবার পরিচিত করিয়ে দিচ্ছি এটি হলো এডমিশন অফিস




এই ছবিটিও গ্রিনগার্ডেন রেস্টুরেন্টের ছাদ থেকে তোলা এডমিশন অফিস ও তার সামনে সুন্দর রাস্তা। রা.বি তে যেমন আছে প্যারিস রোড, আমাদের ক্যাম্পাসেও আছের প্যারিস রোড এর চেয়েও সুন্দর এই রোড




ফাউন্টেন আর তার চারদিকে রয়েছে পানির ফুয়ারা।
কাচে ঘেরা যে বিল্ডিং টি দেখতেছেন এটি হলো গ্রিনগার্ডেন রেস্টুরেন্টের পিছনের অংশ।



অই যে বিশাল বড় সাদা বিল্ডিং টা দেখা যাচ্ছে এটি হলো এবি ৪, মনে হচ্ছে এটি এডমিশন অফিস এর সাথেই কিন্তু না এবি ৪ এ যেতে হবে আপনাকে অনেক টায় ঘুরে যেতে হবে আর বেশ ভালো সময়ও লাগে



এডমিশন অফিস এর সামনে অংশ এবং প্রধান ফটক



কেন্দ্রীয় শহীদ মিনার
এডমিশন অফিস এর পাশেই এটি অবস্থিত



এই ছবি টি তোলা হয়েছে DIU Cafeteria এর সামনে থেকে, গ্রিনগার্ডেন রেস্টুরেন্ট ও এবি ৩ এর মাঝ খানে যে রাস্তা টা দেখতেছেন এর আশে পাশে দেখতে পাবেন বিভিন্ন গাছ দিয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে।।। একটু সামনে গেলেই পাবেন পাইথন রোড



DIU



গল্ফ মাঠ ⛳



মেইন গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় এই ফাকা জায়গা দিয়ে প্রথমেই আপনার চোখে পরবে মসজিদ ও এবি ১



গ্রিনগার্ডেন রেস্টুরেন্টের ছাদে এই দিকে আসলে আপনি দেখতে পারবেন এবি৩ সহ গল্ফ বল ফাউন্টেন, এবি ২ ও এবি ১, একটু উপরে থেকে কিছু দেখলে এমনি সব কিছু ভালো লাগে।



এই হলো গ্রিনগার্ডেন রেস্টুরেন্ট — at Green Garden,daffodil International University.



এবি ১ এর ৬ তলা থেকে



ক্যাম্পাসের সবুজের সৌন্দর্য বৃদ্ধি করতে লাগানো হয়েছে বিভিন্ন রকমের গাছ।



এবি ১ এর সামনে অংশ




এবি ১ থেকে গেইট দিয়ে অই যে দেখা যাচ্ছে এবি ৪



চারদিকে সুধু সবুজ থাকলে কেমন জানি লাগে মনে হয় চিনি ছারা সরবত, তাই এই অভাব পূরন করতে লাগানো হয়ে বিভিন্ন বাহারি ফুলের গাছ



সবুজের মাঝে লাল





ক্যাম্পাসে প্রবেশ করার পর এরকম ক্রিয়েটিভ জিনিস অনক কিছু দেখতে পারবেন



আপনারা যদি ভাবেন এই ছবিটি কোনো পার্ক থেকে তোলা, তাহলে সেটা আপনাদের ধারনা ভুল এটি কোনো পার্কের ছবি না।। আমাদের ক্যাম্পাসে বনমায়া নামের একটি সুন্দর জায়গা আছে, আর সেই বনমায়ে তে গেলেই সবার আগে আপনাদের চোখে পরবে পাশাপাশি দুটি দোলনা, আপনার যদি মন খারাপ থাকে তাহলে চলে আসুন আমাদের ক্যাম্পাসে আর দোল খান এই দোলনাতে তাহলে সিওর আপনার মন ভালো হয়ে যাবে।



এটি হচ্ছে সেই বনমায়া যা ক্যাম্পাসের সৌন্দর্য কে অনেকটা বৃদ্ধি করেছে। ক্যাম্পাসের সব ছোটখাটো প্রোগ্রাম গুলা এখানেই হয়



এখানে যে সুন্দর জায়গা টা দেখতেছেন এটি হচ্ছে কাঠালতলা এটিকে নলেজ ভ্যালিও বলা হয়, এটি একাডেমিক বিল্ডিং ৪ এর পাশেই অবস্থিত



মাঝখানেরটা হলো সুবিশাল অডিটোরিয়াম এখানে একসাথে ১০ হাজার অডিয়েন্স বসতে পারে। ফাউন্ডেশন, কনভকেশন এর মত বড় বড প্রোগ্রাম গুলা এখানেই অনুষ্ঠিত হয়, আর সাথে ত বাকি প্রোগ্রাম হতেই থাকে একের পর এক



ঝর্ণা, সাথে আছে একুরিয়াম, একাডেমিক বিল্ডিং ৪ থেকে অডিটোরিয়াম এ যাওয়ার সময় হাতের বাম দিকে খেয়াল করলেই এটি দেখতে পারবেন।।। আর আপনার মনে হবে এখানে একটি ছবি তুলতেই হবে



এই যে দেখতেছেন আরেকটি দোলনা, এটিও সেই বনমায়ে তে অবস্থিত, এই দোলনা গুলো তে ছবি না তুললে মনে হবে আপনার জীবন টাই বৃথা🙄🙄




এটা আবার কি????🙄🙄🙄

এটা হলো বাস্কেটবল গ্রাউন্ড। আপনি যদি খেলা প্রিয় মানুষ হন তাহলে আপনার মনে হবে এখানে একটু বাস্কেটবল খেলে যাই🏀🏀🏀



Source: https://www.facebook.com/photo.php?fbid=1437643893066247&set=pcb.1437648993065737&type=3&theater

Navigation

[0] Message Index

Go to full version