General Category > Common Forum
প্রথা ভেঙে বুকার জিতলেন দুজন
(1/1)
Anuz:
প্রথা ভেঙে এ বছর বুকার পুরস্কার দেওয়া হলো দুজনকে। মার্গারেট অ্যাটউড এবং বার্নাডাইন এভারিস্তো যৌথভাবে ২০১৯ সালের বুকার জিতে নিয়েছেন। তারা দুজনই ইতিহাস গড়েছেন। বুকারের ইতিহাসে ৭৯ বছর বয়সী অ্যাটউড সবচেয়ে বয়স্ক লেখক হিসেবে পুরস্কার জিতলেন। আর এভারিস্তো প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বুকার জয় করলেন। বুকারের নীতিমালায় স্পষ্টভাবেই বলা আছে যে, এই পুরস্কারকে কোনোভাবেই বিভক্ত করা যাবে না। অর্থাৎ প্রতিবছর একজনকেই এই পুরস্কার দিতে হবে। কিন্তু এ বছর বিচারকরা জানিয়েছেন, তারা কোনোভাবেই এভারিস্তো আর অ্যাটউডের কাজকে একটিকে অন্যটির চেয়ে এগিয়ে রাখতে পারেননি। তাই এত বছরের প্রথা ভেঙে এবার দুজনকে এবার বুকারজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে অ্যাটউড-এভারিস্তোকে প্রাইজ মানির ৫০ হাজার পাউন্ড সমানভাবে ভাগ করে নিতে হবে।
Navigation
[0] Message Index
Go to full version