Help & Support > Common Forum/Request/Suggestions
সবচেয়ে কঠিন কাজের কাজি
(1/1)
Sultan Mahmud Sujon:
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সের্গেই ব্রিন দায়িত্ব ছেড়ে সে ভার তুলে দিয়েছেন সুন্দর পিচাইয়ের কাঁধে। গত মঙ্গলবার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিয়েছেন সুন্দর পিচাই। গুগলের পাশাপাশি এখন থেকে অ্যালফাবেটের দায়িত্বও পালন করছেন তিনি। প্রযুক্তি জগতের সবচেয়ে জটিল দায়িত্ব সামলানোর ভারও এখন তাঁর কাঁধেই পড়েছে। গুগলের পাশাপাশি আরও ৮টি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে হবে তাঁকে।
নতুন দায়িত্ব পেয়ে গুগলের সব কর্মীর উদ্দেশে চিঠি লিখেছেন সুন্দর পিচাই। এতে তিনি বলেন, ‘গুগলের দুই সহপ্রতিষ্ঠাতার পদত্যাগের সিদ্ধান্ত গুগলের দৈনন্দিন কাজের ওপর প্রভাব ফেলবে না। গুগলের প্রতি আমার মনোযোগ আগের মতোই থাকবে। একই সঙ্গে অ্যালফাবেট নিয়ে কাজ করব আমি।’
Source: https://www.prothomalo.com/technology/article/1627930/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF
suvro.dhaka:
Thanks for the information
Dipty Rahman:
Thanks for sharing
Umme Atia Siddiqua:
Thanks for sharing.
sad49:
Thanks for sharing.
Navigation
[0] Message Index
Go to full version