Help & Support > Common Forum/Request/Suggestions
পান করুন মোরিঙা ম্যাজিক চা!
(1/1)
suvro.dhaka:
পান করুন মোরিঙা ম্যাজিক চা![/b]
প্রেসার, ওজন বেশি, ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা? প্রতিদিন সকালে এক কাপ মোরিঙা ম্যাজিক চা পান করুন। শারীরিক নানা সমস্যার সমাধান দেবে ভেষজ গুণে ভরা মোরিঙা ম্যাজিক চা।
সজনে গাছের পাতা ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিলেই আপনার ম্যাজিক চা পাতা তৈরি। আর এক কাপ পানি ফুটিয়ে এক চা চামচ চা পাতা দিয়ে দুই মিনিট পর ছেঁকে নিলেই তৈরি সবুজ মোরিঙা চা। চাইলে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন।
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই মোরিঙা চা পান করলে
• বাড়তি ওজন ঝরে
• প্রচুর অ্যানার্জিও পাওয়া যায়
• ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে
• টাইপ টু ডায়াবেটিসে সুগারের মাত্র বশে থাকে
• কোলেস্টেরল কমায়
• হৃদরোগের ঝুঁকি কমে
• অবসাদ দূর করে
• শরীর থেকে টক্সিন বের করে দেয়
• সম্পূর্ণ ভেষজ হওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
বুঝতেই পারছেন, কেন আপন করতে হবে এই ম্যাজিক চা। চাইলে তো ঘরেই চা পাতা তৈরি করতে পারেন। আর যদি কষ্ট করতে না চান, তাহলে অনলাইনে অর্ডার করে আনিয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসআইএস
Navigation
[0] Message Index
Go to full version