যে ১০ অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়

Author Topic: যে ১০ অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়  (Read 708 times)

Offline Sahadat Hossain

  • Sr. Member
  • ****
  • Posts: 368
  • Test
    • View Profile
আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন কয়েকটি জনপ্রিয় অ্যাপ বেশি ব্যবহার করছেন। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড সংখ্যা ১১৪ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে যায়। ২০১৮ সালের তুলনায় অ্যাপ ডাউনলোডের হার ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে গত বছরেই। এর মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড হয়েছে ৩০.৬ বিলিয়ন আর গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ৮৪ দশমিক ৩ বিলিয়নবার।

সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গত বছরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বা জনপ্রিয় অ্যাপের তালিকায় ছিল হোয়াটসঅ্যাপ। ডাউনলোড সংখ্যার হিসেবে হোয়াটসঅ্যাপ তার আগের অবস্থান ধরে রাখতে পেরেছিল। তবে ফেসবুকের রাজ্যে হানা দিতে উঠে এসেছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি টিকটক অ্যাপটি।
ফেসবুককে হটিয়ে সবচেয়ে জনপ্রিয় অ্যাপের তালিকায় দ্বিতীয় অবস্থানে এখন টিকটক।
কয়েক বছর ধরে ফেসবুকের মালিকানায় থাকা বিভিন্ন অ্যাপ বিশ্বের বিভিন্ন দেশে ডাউনলোডের তালিকার শীর্ষে ছিল। ২০১৬ ও ২০১৭ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের শীর্ষ চারে ছিল ফেসবুকের অ্যাপ। তবে গত বছরে কেবল টিকটককে ছাড়াতে পেরেছে হোয়াটসঅ্যাপ।

দেখে নিন জনপ্রিয় ১০ অ্যাপের তালিকা:
১. হোয়াটসঅ্যাপ
২. টিকটক
৩. ফেসবুক
৪. মেসেঞ্জার
৫. ইনস্টাগ্রাম
৬. শেয়ারইট
৭. লাইকি
৮. ইউটিউব
৯. ক্লাব ফ্যাক্টরি
১০. স্ন্যাপচ্যাট

Ref: https://www.prothomalo.com/
Md.Sahadat Hossain
Administrative Officer
Office of the Director of Administration
Daffodil Tower(DT)- 4
102/1, Shukrabad, Mirpur Road, Dhanmondi.
Email: da-office@daffodilvarsity.edu.bd
Cell & WhatsApp: 01847027549 IP: 65379