কখন কাউকে অসচেতন /খারাপ/ক্ষতিকর ট্রাভেলার বলা যায়?

Author Topic: কখন কাউকে অসচেতন /খারাপ/ক্ষতিকর ট্রাভেলার বলা যায়?  (Read 902 times)

Offline Md. Azizul Hakim

  • Jr. Member
  • **
  • Posts: 93
  • Respect is everything.
    • View Profile
কিছুদিন আগে একটি পোস্ট এর মাধ্যমে গ্রুপের সদস্যদের কাছ থেকে মতামত চেয়েছিলাম এই বিষয়ে। সে সব মতামত গুছিয়ে একটা তালিকা তৈরী করলাম। নিজেরা যাচাই করে দেখতে পারি ঘুরতে গিয়ে আমরাও ক্ষতিকর কিছু করছি না তো?
(এছাড়াও নানা বিষয় রযে গেছে। এখানে মন্তব্যসমুহ থেকে পাওয়া বিষয়গুলোই শুধু গুছিয়ে দেয়া হয়েছে। আরো কিছু মাথায় আসলে কমেন্টে যোগ করে দিন।)
কখন কাউকে অসচেতন /খারাপ/ক্ষতিকর ট্রাভেলার বলা যায়? 
· কোথাও ঘুরতে যেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা।
· পরিবেশ নোংরা করা ও পরিবেশ দূষন
· ঘুরতে গিয়ে বিস্কিট, চিপস এর প্যাকেট, পানির বোতল থ্যাদি ফেলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা।
· প্লাস্টিক রিসাইকেলে সচেতন না হওয়া।
· ভ্রমণ স্থানে ময়লা ফেলা, থুতু ফেলা।
· ভ্রমন স্থানের দেয়ালে বা প্রাকৃতিক নিদর্শনে লেখালেখি/আঁকি-বুকি করা।
· প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতির ক্ষতি করা।
· শব্দ দূষণ করা, প্রকৃতির নিরবতা ভাঙ্গা, প্রকৃতি বিরুদ্ধাচার করা।
· ঝর্ণা/ পাহাড়/ বন/ সৈকত/প্রাকৃতিক পরিবেশে ডিজে পার্টি করা বা জোরে শব্দ সৃস্টি করা।
· অতিরিক্ত হৈ-হুল্লোড় করা । এতে স্থানীয়দের সমস্যা হয়, পরিবেশের ক্ষতি হয়  এবং অন্য ট্রাভেলার রাও উপভোগ করতে পারেননা।
· দলবল সহ একটু  নির্জন জায়গা গুলতে ডিজে পার্টি বা হৈ হল্লা করা। পাবলিক প্লেসে সাতপাচ চিন্তা না করে বিড়ি সিগারেট খাওয়া।
· সংরক্ষিত এলাকার নিয়ম কানুন না মেনে ঘুরা।
 
· বড় বড় দলে কোনো প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া।
· মাত্রাতিরিক্ত সংখ্যার ট্রাভেলার হয়ে কোনো প্রাকৃতিক পরিবেশে যাওয়া এবং প্রাকৃতিক পরিবেশকে হাট-বাজার বানিয়ে ফেলা।
· প্লেজার রিক্রিয়েশনের বা হৈচৈ/ফুর্তী করার উদ্দেশ্যে কোনো প্রাকৃতিক পরিবেশে (যেখানে এসব এক্টিভিটির ইম্প্যাক্ট সাপোর্ট দেবার ব্যবস্থা নাই ) ঘুরেতে যাওয়া।
· শুধু ‘অমুক অমুক যায়গায় আমিও গিয়েছি’ এই কথাটা বলতে পারার জন্য ঘুরতে যাওয়া ।
· অন্যের ছবি /সেলফি দেখে নিজের ও একটা ছবি/সেলফি বা চেক ইন দেয়ার জন্য ঘুরতে যাওয়া।
· লোক-দেখানোর জন্য বা গল্প করে ভাব নেয়ার জন্য ঘুরতে যাওয়া ।
. তথাকথিত ‘বড়/সেলিব্রেটি ট্রাভেলার’ হিসাবে নাম কামানোর জন্য ঘুরতে যাওয়া।
· কোনো বিপন্ন প্রাকৃতিক যায়গা (যেখানে মানুষ গেলে তার বিপন্নতা আরো বাড়বে) তে ঘুরতে যাওয়া।
· বন্য প্রাণির জন্য সংরক্ষিত আবাসস্থলে ঘুরতে যাওয়া।
· কোনো বন্য প্রানী খাওয়া বা খাওয়ার লোভ করা।
· বন্য পশু পাখিদের শিকার করা বা আঘাত করা ।
· গাছ-পালা সহ কোনো প্রাকৃতিক উপাদানের ক্ষতিসাধন করা বা নষ্ট করা ।
· প্রাকৃতিক স্যুভেনির কালেক্ট করা...যেমন সেন্ট মার্টিন এ গিয়ে প্রবাল/ঝিনুক ইত্যাদি নিয়ে আসা।
· স্থানীয় সংস্কৃতি কে সম্মান না করা ।
· বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও জীবনাচারের প্রতি অসন্মান প্রদর্শন।
· অনেকেই দর্শনীয় ধর্মীয় স্থানগুলোতে গিয়ে হৈচৈ করে, নিয়ম ভেঙ্গে জুতা পরে এখানে সেখানে উঠে যায়, ছবি তুলতে গিয়ে বাড়াবাড়ি করে যা অত্যন্ত দৃষ্টিকটু।
· কোন জায়গায় গেলে সেই জায়গাটাকে যদি প্রপার সম্মান না দেখানো হয় তাহলেই তা ক্ষতিকর। সেটা স্মৃতিসৌধে গিয়ে কবরের ওপর বসে বাদাম খাওয়াই হোক অথবা তিনাপে গিয়ে ধ্যানমগ্ন ভান্তেকে বিরক্ত করাই হোক।
· কোথাও ঘুরতে গিয়ে স্থানীয়দের সাথে বাজে আচরন, অশ্রদ্ধার দৃষ্টিতে দেখা। হামবড়া ভাব নেয়া।
· দলীয় কিংবা ব্যক্তিগত প্রভাব দেখিয়ে অযাচিত সুযোগ সুবিধা ভোগ করা। অন্যের সমস্যা সৃস্টি করা।
· অসহিষ্ণু আচরন প্রদর্শন।
· ঘুরতে গিয়ে অতিরিক্ত ছবি/সেলফী তোলা।
· বেশী বেশী ছবি/সেলফী তুলতে গিয়ে অন্যকে বিরক্ত করা বা প্রকৃতি উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত করা।
· ছবি/ সেলফি তোলার জন্য ঝুঁকিপূর্ণ কাজকরা বা ঝুঁকিপূর্ণ যায়গায় দাঁড়ানো।     
· ঘুরতে গিয়ে অন্য মানুষ/কাপল/নারী দের উদ্দেশ্যে আজেবাজে মন্তব্য করা।
· ঘুরতে গিয়ে ঐ স্থানের/আবাসস্থল এর/হোটেল এর কোন কিছু চুরি করা।
· স্বেচ্ছায় কেউ সাহায্য করতে আসলে বা কারো সাহায্য নিলেই তাদের অবস্থান চিন্তা না করেই বকশিশ দেওয়ার কথা ভাবা।
· অযথা টাকার গরম দেখানো বা অযথা বাড়তি টাকা প্রদান।
· অতিরিক্ত কৃপণ আচরন করা ও বাজে ব্যবহার করা।

· ঘুরতে গিয়ে স্বার্থপর মনোভাব দেখানো, অন্যদের সুবিধার জন্য কম্প্রোমাইজ না করা, সুযোগ সন্ধানী হওয়া।   
· ঘুরতে গিয়ে সবকিছুতে 'আমার বেশি ভালোটা লাগবে' আচরন, অন্যের ভালো চিন্তা না করা।
· দলে ঘুরতে গিয়ে দলের অন্যদের প্রতি অশ্রদ্ধাজনক আচরন করা,  অসহিষ্ণু আচরন প্রদর্শন করা।
· কথায় কথায় অভিযোগ করা । যেমন ঘুরতে গেলে শুধু অভিযোগ আর অভিযোগ।এইটা বেশি হইছে। ওই কটেজ ভাল ছিল না।এই বাসের সিট ভাল না।ওই লোকটা দাম বেশি নিছে।তরকারি টা ভাল ছিল কিন্তু ঝাল কম হইছে আরও অনেক কিছু।
· ঘুরতে গিয়ে অল্পতেই সবার সাথে তর্ক করা।
· ঘুরতে গিয়ে মাদক সেবন ও মাদক সেবন করে হৈ-হুল্লোড় করে অযাচিত পরিস্থিতি তোইরী করা।
· দলে ঘুরতে গিয়ে নিজের মন মর্জি মতো চলা, দল এর কার্যক্রমে যোগ না দেয়া, অন্যের কথা না ভেবে  হাজার টা দোষ ধরা।
· দলে ঘুরতে গিয়ে অন্যের ব্যাক্তিগত ব্যবহারের জিনিশ না বলে ব্যবহার করা। 

· যেখানে ভ্রমণে পরিকল্পনা দরকার, সেখানে ঠিক মতো পরিকল্পনা না ও সঠিক ভাবে তথ্য সংগ্রহ না করে ঘুরে যাওয়া।
· সঠিক শারিরিক, মানসিক ও তথ্যগত প্রস্তুতি না নিয়ে ঘুরতে যাওয়া।
· ঘুরতে গিয়ে পরিবেশ/পরিস্থিতি/ব্যাক্তি কে মানিয়ে নেয়ার ক্ষমতা/ইচ্ছা না রাখা।
· প্রতিকূল পরিবেশ/বিপদে অতিরিক্ত অস্থিরতা প্রদর্শন, অতিরিক্ত প্যানিক হয়ে অন্যদের ঝামেলায় ফেলা।
· নিজের শারিরিক/মানসিক অবস্থা না বুঝে, স্টামিনা লেভেল না চিন্তা করে ওভার কনফিডেন্স হয়ে বা হঠকারি সিধ্বান্ত নিয়ে ঝুঁকিপুর্ণ কোথাও ঘুরতে যাওয়া।
· ভ্রমণে উত্তেজনার বশে, না জেনে না শুনে, নিরাপত্তা ব্যবস্থা না ভেবে অতিরিক্ত ঝুঁকি নেয়া বা দুঃসাহস দেখানো।
· ঘুরতে গিয়ে প্রতিকুল পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার মানসিকতা না রাখা ও মানিয়ে নেয়ার চেস্টা না করা।
· ঘুরতে গিয়ে ঝগড়া ঝাটি/মারামারি করা।
Lecturer,
Department of CSE
azizul.cse@diu.edu.bd