IT Help Desk > IT Forum
e-tips
Anisur Rahman:
কোনো একটা কাজের (জব) বিজ্ঞপ্তি খুলে এর ডানপাশে পাবেন বায়ারের তথ্য। যেসব বায়ারের Payment Method Veৎified লেখা আছে, সেসব বায়ারের জবে আবেদন করবেন। কোনো একটি জবের বিজ্ঞাপন ভালোভাবে পড়ার পর এর নিচে দেখবেন Apply to this job নামের একটি বাটন আছে, সেখানে ক্লিক করুন।
নতুন একটি পেজ আসবে। এ পৃষ্ঠার ওপরে Paid to You-এর ডান পাশের বক্সে ডলারের পরিমাণ লিখুন, মানে কত ডলারে আপনি কাজটি করতে চাচ্ছেন। ঘণ্টাভিত্তিক (আওয়ারলি) কাজ হলে প্রতি ঘণ্টায় কত ডলার হারে কাজটি করতে চাচ্ছেন, তা লিখুন। তারপর Coveৎ Letteৎ বক্সে একটি কভার লেটার লিখুন। ফেসবুক-সম্পর্কিত জব হলে অর্থাৎ জবটি যদি হয় ফেসবুকের কোনো পেজে লাইক কালেক্ট করে দেওয়া, তাহলে লিখতে পারেন—
Hi,
I am interested to do your project. I can provide/collect you moৎe than 000 facebook likes within 0 days. I have moৎe than 0000 facebook fৎiends and also have many facebook gৎoups, page etc. So I think, I can do youৎ pৎoject pৎopeৎly.
Thanks
AR
অর্থাৎ জবের বিজ্ঞাপনে যা যা চাওয়া হয়, তার উত্তর দিয়ে কভার লেটারটি লেখার চেষ্টা করুন। এ-সম্পর্কিত কোনো কাজ আগে করে থাকলে তা উল্লেখ করতে পারেন। Attachment: এ কিছু লাগবে না। এখন Agৎee to Teৎms: বক্সে টিক চিহ্ন দিয়ে Apply to this job বাটনে ক্লিক করুন। নতুন পেজ এলে Yes, I Undeৎstand বক্সে টিক চিহ্ন দিয়ে Continue to Apply বাটনে ক্লিক করুন। (চলবে) —মো. আমিনুর রহমান
Anisur Rahman:
citycell phone operator has been integrated with gmail to mobile sms communication. source http://support.google.com/chat//bin/answer.py?hl=en&answer=164876&rd=1
Roni:
thank you sir
Anisur Rahman:
you are welcome Rony
akabir:
Thank you sir
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version