Faculty of Science and Information Technology > Environmental Science and Disaster Management

ডেড সী বা মৃত সাগরের রহস্য

(1/3) > >>

Sultan Mahmud Sujon:


কারন এ সাগরে কোন মাছ বা জলজ প্রানি বাঁচে না। কেবল কিছু ব্যক্টরিয়া ও ছত্রাক জাতীয় অনুজীব পাওয়া যায়।  এ জন্যই একে মৃত সাগর বলে।

ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না কেন?

সবাই জানে ডেড সী বা মৃত সাগরে কোন মানুষ ডুবে যায় না। কারন কি তা জানেন? কারন হল মৃত সাগরে পানির ঘনত্ত্ব খুব বেশি। পানির ঘনত্ত্ব বেশির কারন হচ্ছে লবন। অন্যান্য মহা সাগরে লবনের পরিমান শতকরা ৫% - ৬%। কিন্তু এ মৃত সাগরে লবনের পরিমান ২৫% - ৩০%। তাছাড়া এর লবনাক্ততা স্বাভাবিক সাগরের থেকে  ৮.৬ গুন বেশি।



লবনের কারনে এখানে অনেক সাগরের ঢেঁউয়ে অনেক ফেনা জন্মে, এবং তীরে অনেক লবন জন্মে।

তাছাড়া অন্যান্য সাগরের রাসায়নিক উপাদানের থেকে এ সাগরের রাসায়নিক উপাদানের মধ্যে পার্থক্য রয়েছে।


প্লবতা বা buoyancy হচ্ছে, কোন তরল পদার্থে অন্য কোন পদার্থ নিমজ্জিত (ঢুবালে) করলে উপরের দিকে এক প্রকার বল প্রয়োগ করে এবং ঐ পদার্থের ওজনকে বাধা দেয়, এই বাধা দান কারী বল ই হচ্ছে প্লবতা।  প্লবতার কারনে কোন বস্তু মৃত সাগরে ফেললে তা ভাসিয়ে রাখে। তাই মানুষ এ মৃত সাগরে বসে বা শুয়ে থাকতে পারে।

Rashed_019:
nice & informative post.
............................. :) :) :)

Sultan Mahmud Sujon:
thanks

Shabnam Sakia:
very interesting

Mohammad Salek Parvez:
thanks.
:SP:

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version