IT Help Desk > IT Forum
দূরত্ব নির্ণয় করুন আইপি অ্যাড্রেস থেকে
Sultan Mahmud Sujon:
ধরুন অপরিচিত কেউ আপনাকে মেইল করেছে। ইমেইল ঠিকানা থেকে আপনি তার আইপি অ্যাড্রেস পেয়েছেন।
অথবা ধরুন, পরিচিত কোন বন্ধু ছদ্মবেশে মেয়ে/ছেলে সেজে ভিনদেশী হয়ে আপনার সাথে প্রেমের অভিনয় করছে। আপনি সেই মেইল থেকে আইপি অ্যাড্রেস (ইন্টারনেট প্রটোকল) পেয়েছেন।
এখন, আপনি চাইলে আপনার আইপি অ্যাড্রেস থেকে উল্লেখিত আইপি অ্যাড্রেসের দূরত্ব বের করতে পারবেন। আপনার আইপি অ্যাড্রেস ও প্রেরকের আইপি অ্যাড্রেসের অবস্থান কোথায়, একটি থেকে অন্যটির দূরত্ব কত এবং এ দূরত্ব অতিক্রম করতে পায়ে হেঁটে, গাড়িতে বা বিমানে কত সময় লাগবে সবকিছু বের করতে পারবেন এন নিমিষেই।
কিভাবে?
হ্যা বলছি।
তার আগে চলুন দেখে নিই কিভাবে মেইল অ্যাড্রেস থেকে আইপি ঠিকানা বের করবেন?
http://techtips.salon.com/ip-address-email-headers-11486.html
দুটি আইপি ঠিকানার দূরত্ব বের করতে যা করতে হবেঃ
প্রথমে http://www.ip-adress.com/ipaddressdistance/ এই ঠিকানায় যান।
লক্ষ্য করুন নিচে বাঁপাশে IP Address or Host No.1 এ আপনার আইপি এড্রেস দেওয়া আছে।
IP Address or Host No.2 তে উক্ত আইপি অ্যাড্রেস টি বসান।
এবার, Show distance বাটনে ক্লিক করুন।
দেখুন আপনার আইপি অ্যাড্রেস থেকে অন্য আইপি অ্যাড্রেসটি কত মাইল দূরে অবস্থিত, তার কাছে পায়ে হেঁটে যেতে কত সময় লাগবে, গাড়িতে যেতে কত সময় লাগবে, বিমানে যেতে কত সময় লাগবে সব দেখাচ্ছে এবং ডানপাশে একটি মানচিত্র দুটি আইপির অবস্থান ও দূরত্ব নির্দেশ করছে। মনে রাখবেন, আইপি অ্যাড্রেসের অবস্থান বলতে কোন সার্ভিস প্রভাইডার থেকে আইপি অ্যাড্রেসটির সার্ভিস দেওয়া হচ্ছে তার অবস্থানকে বুঝান হয়।
আপনি চাইলে আপনার আইপি ছাড়াও অন্য দুটি আইপি অ্যাড্রেসের মধ্যকার দূরত্ব একই পদ্ধতিতে বের করতে পারবেন। এজন্য IP Address or Host No.1 এর নিচের বক্সটি মার্ক করে ওখানে প্রথম আইপি ও IP Address or Host No.2 এ দ্বিতীয় আইপি অ্যাড্রেস বসিয়ে Show distance বাটনে ক্লিক করুন।
পোস্টটি ভাল লাগলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসুন। সর্বপ্রথম আমার ব্লগেই পোস্টটি প্রকাশিত হয়েছে।
goodboy:
Yes, Bro!!! It is a very innovative thing.......useful & practicable.
Thanks.
Sultan Mahmud Sujon:
kub valo lag lo
arefin:
good post
Sultan Mahmud Sujon:
sundor
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version