Science & Information Technology > Science Discussion Forum

২০১১ : দেখে নিন প্রযুক্তির কিছু নতুন অবদান

(1/3) > >>

mehnaz:
২০১১ : দেখে নিন প্রযুক্তির কিছু নতুন অবদান
Flexible OLED displays

 

Flexible OLED displays একটি নতুন প্রযুক্তি ,গবেষকরা সফলভাবেই পাতলা এবং বাঁকানো যায় এমন display তৈরি করেছে light-emitting organic materials ব্যবহার করে।টেকনোলোজি জায়ান্ট Samsung, HP , LG সহ অন্যান্যরা চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে কম খরচে কার্যকর ও টেকসই Flexible OLED displays পৌঁছে দেবার জন্য।সাম্প্রতিক Samsung উদ্ভাবন করেছে OLED (0.05mm) display.

Cloud Computing

 

Cloud Computing একটি সুবিধা যা ব্যবহার করে বিভিন্ন ডাটা ইন্টারনেটের মাধ্যমে cloud servers এ স্টোর করা যায়,২০১১ সালে বিষয়টি ব্যপকভাবে জনপ্রিয় হয়েছে।বিষয়টি জনপ্রিয় করার পিছনে বড় অবদান Apple iCloud এর,তাছাড়া মোবাইল প্লাটফর্ম যেমন Google Andorid বা Windows Phone তাদের Cloud Computing এর বিষয়টিকে অনেক হাইলাইট করেছে।কম্পিউটার আর মোবাইল ব্যবহারকারিরা তাদের প্রয়োজনীয় ডাটা সার্ভিস প্রভাইডারের ক্লাউড সার্ভারে জমা রাখতে এখন খুব বেশী দ্বিধা করেনা।

Virtual slow motion camera

 

ক্যামেরা টেকনোলজি ২০১১তে অনেক উৎকর্ষ সাধন করেছে,সম্প্রতি Massachusetts Institute of Technology এমন এক ক্যামেরা উদ্ভাবন করেছে যা দিয়ে আলোর গতিতে ছবি তোলা যায়।তাদের Virtual slow motion camera দিয়ে গবেষক দলটি একটি বতলের মধ্যে আলোর গমন একমাথা থেকে অন্য মাথা পর্যন্ত যাবার ছবি তুলে অবাক করে দেন সবাইকে।

Microsoft OmniTouch

 

OmniTouch হল মাইক্রোসফটের একটি প্রযুক্তি যা সবকিছু তাচস্ক্রিনে পরিণত করেছে।মাইক্রোসফট ইঞ্জিনিয়াররা Kinect technology এবং pico projectors ব্যবহার করে দেখিয়েছে OmniTouch এর গুরুত্ব।pico projectors ব্যবহার করে যে কোন সার্ফেসকে টাচস্ক্রিন বানিয়ে স্মার্ট ফোন,গেমিং কনসোল এবং অন্যান্য জিনিসকে কন্ট্রোল করা যায়।

3D printing

 


University of Southampton এর একদল গবেষক Andy Keane এর নেতৃতে একটি প্লেন প্রিন্ট করেছে যা 3D printing
এর জগতে এক নতুন অধ্যায় রচনা করেছে।ইঞ্জিনিয়াররা খুব সহজেই প্লেন সহ অন্যান্য যেকোনো কিছুর 3D প্রিন্ট আউট করতে পারবে কিছুদিনের মধ্যে খুব সহজেই।

Brain-like CPUs

 

IBM এর গবেষকরা সফলভাবে ২টি মানুষের ব্রেইনের মত সিলিকন চিপ উদ্ভাবন করেছে,IBM এবং DARPA ছয় বছরের পরিশ্রম এবং বিপুল অর্থ ব্যায়ে কম্পিউটার সিপিইউতে যোগ করেছে neurons এবং synapses of human brains, ২টি চিপটিতে রয়েছে 256 digital neurons যা অপরেট করা হয় 10MHz এ,অদুর ভবিষ্যতে কিছু কম্পিউটার আসছে যা চিন্তা করতে পারবে মানুষদের মত।

Auto-repairing circuits and chips

 

এখন যে কোন চিপের কিছু সার্কিট নষ্ট হলে পুরা চিপটি পাল্টাতে হয় কিন্তু University of Illinois এর এক দল গবেষক এমন চিপ তৈরিতে সক্ষম হয়েছে যা নিজেই যেকোনো সার্কিট নষ্ট হলে রিপেয়ার করতে সক্ষম হবে।

Brain Cap technology

 

University of Maryland এর গবেষকরা একটি প্রযুক্তি তৈরি করেছেন যাকে বলা হয় Brain Cap technology,যার দ্বারা মানুষের চিন্তাশক্তি ধারন করে কম্পিউটারে কনভার্ট করা সম্ভব।

safiqul:
Nice post, liked the brain cap technology :)

710000757:
fantastic innovation

poppy siddiqua:
thankyou for sharing the latest technology innovations.

Narayan:
Excellent post.
Keep it up.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version