Career Development Centre (CDC) > Career Tips
Quoted.
(1/1)
Nurul Mohammad Zayed:
সরকারি চাকুরি করলে সমাজ বলে, ''এই টাকায় মাস চলবে?''
বেসরকারি চাকুরি করলে সমাজ বলে, ''সরকারি চাকুরি পাও না?''
সরকারি চাকুরিতে সৎ থেকে খুব সাধারণ জীবন যাপন করলে সমাজ বলে, ''চাল্লু না, জানে না কীভাবে বাড়তি কামাতে হয়।''
সরকারি চাকুরিতে ঝলমলে জীবন যাপন করলে সমাজ বলে, ''সেই ঘুষখোর।''
বেসরকারি চাকুরিতে উন্নতি করলে সমাজ বলে, ''তাতে কী সরকারি জব তো আর পায়নি!''
বেসরকারি চাকুরি করে কোন রকমে জীবন চালিয়ে নিলে সমাজ বলে, ''কামলা খাটছে, কিছুই করতে পারল না লাইফে।''
আবার চাকুরি না করে ব্যবসা শুরু করলে সমাজ বলে, ''কিছু না পেরে এখন ধান্দাবাজি শুরু করছে!''
আবার কিছুই না করে বেকার থাকলেও সমাজ বলে, ''অচল মাল, জীবনে কিছু করতে পারলো না।''
জি, এটাই সমাজের বাস্তবতা।
তাই পারতপক্ষে সমাজের ধার না ধারাটাই উত্তম।
নিজের মত খিচ খেয়ে চেষ্টা করা এবং সত্য ও সৎ পথে ধৈর্য সহ চলতে থাকাটাই বড় কথা।
সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছে তা অবশ্যই উত্তম। - Collected.
Navigation
[0] Message Index
Go to full version