Faculty of Humanities and Social Science > Creative Writing
একদিন আমি তুমি হব।
(1/1)
zafrin.eng:
একদিন
আমি তুমি হব।
মরিচকে বলব ঝাল
ঝাল কে বলব ঢক।
মূর্তিমানবের রঙে চোখ ঝলসে
মন্দিরের বাইরে ছিটকে পড়বো।
ভিনদেশী মাসীর থেকে কিনবো ঝাল
তোমার দেয়া দুইটা লালচুরির বদলে।
আমার লাল কিমোনোয় মিশে আছে ঝাল
গভীরতার ঝাল, লজ্জার ঝাল, লাল ঝাল।
একদিন
তুমি, আমি আমরা হব
কবিতায় চাষ করবো মধ্যযুগীয় আফিম
উপমার পোষাক খুলে নিংরে নিব কাব্যরস
সাহিত্যে থাকবেনা লিঙ্গ ছায়া, সভ্যতার মায়া।
একদিন
আমাদের ডায়েরীর পাতা শেষ হবে
গল্পেরা ঘুমিয়ে পড়বে
আমরা চুরি করবো সাতটি দিন
ক্যালেণ্ডারের পাতা থেকে
রেখে দিব জাদুর বাক্সে।
পাহাড়া দিবে একটি হলুদ প্রজাপতি।
Umme Atia Siddiqua:
Nice Writing.
Al Mahmud Rumman:
Nice Write-up
Navigation
[0] Message Index
Go to full version