অনলাইনে করোনাভাইরাস সংক্রমণের তথ্য

Author Topic: অনলাইনে করোনাভাইরাস সংক্রমণের তথ্য  (Read 1483 times)

Offline Mst. Eshita Khatun

  • Full Member
  • ***
  • Posts: 149
    • View Profile
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বেসরকারি সফটওয়্যার নির্মাতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে হালনাগাদ তথ্য সরবরাহ করছে। মূলত দেশটিতে দ্রুত এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই তারা এই উদ্যোগ নিয়েছে। ওয়েবসাইট ও অ্যাপের এই হালনাগাদ তথ্য সাধারণ মানুষকে করোনাভাইরাস আক্রান্তের ঘটনা শনাক্ত করতে এবং সেই স্থানগুলো থেকে দূরে থাকতে সাহায্য করছে।

অতীতে এ ধরনের ভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরীয় সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সে অভিজ্ঞতা থেকেই দেশটির সরকার এবার প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া ঘটনাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করছে। যার মধ্যে রয়েছে বয়স, লিঙ্গ এবং সংক্রমিত ব্যক্তিটির সংক্রমিত হওয়ার আগের প্রতিদিনের যাতায়াতের পথের যাবতীয় তথ্য।


যদিও এতে কারও পরিচয় প্রকাশ করা হয়নি, তবে এই তথ্যগুলো ওয়েবসাইট নির্মাতাদের রোগীদের গতিবিধি অনুসরণ করে বিশদ মানচিত্র তৈরি করতে সাহায্য করেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্যকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পাঁচ বছর আগে এমইআরএস প্রাদুর্ভাবের সময় ব্যাপক সংক্রমণ হওয়ার পর জনসাধারণের প্রতিক্রিয়া অনুভব করেছিলাম। কারণ, আমরা তখন সংক্রমিত ব্যক্তিদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে জনসাধারণকে অবহিত করিনি।’

করোনাম্যাপডটলাইভ নামের একটি ওয়েবসাইটে ‘আমি নিরাপদ কি না’ শীর্ষক একটি বোতাম রয়েছে। এক ক্লিকেই ব্যবহারকারীরা দেখতে পারে যে তাদের আশপাশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী রয়েছে কি না।
অনেকে দক্ষিণ কোরীয় এই ওয়েবসাইটগুলোতে লগ-ইন করছে। কেউ কেউ বলছে যে সংক্রমিত হতে পারে এ ধরনের ভয় নিয়ে একটি অনলাইন মানচিত্র দেখা খুবই মর্মান্তিক। এই তথ্যগুলোই তাদের বাইরে যেতে বাধা দেয়। সূত্র: রয়টার্স

Source: https://www.prothomalo.com/technology/article/1641852/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF
Mst. Eshita Khatun
Senior Lecturer
Dept. of Computer Science & Engineering
Daffodil International University
102, Sukrabad, Mirpur Rd, Dhanmondi, Dhaka 1207, Bangladesh
eshita.cse@diu.edu.bd