Faculty of Allied Health Sciences > Pharmacy
চোখের জ্বালাপোড়ায় করণীয়
Sultan Mahmud Sujon:
কারণ কী?
চোখের পানি শুকিয়ে যাওয়া
চোখের অ্যালার্জি
বাতরোগ
চোখের পাপড়ির গোড়ায় প্রদাহ
চোখের অপারেশন
ঘুমের সময় চোখ বন্ধ না হওয়া
চোখের কালো মণিতে ভাইরাস সংক্রামণ
কালো ধোঁয়া, ধুলোবালি চোখে পড়লে
চোখে রাসায়নিক পড়লে। যেমন—চুন, এসিড ইত্যাদি
চোখে ওষুধের রিঅ্যাকশন হলে (স্টিভেন জনসন সিনড্রোম)
চোখের ড্রপ ব্যবহারেও প্রাথমিক অবস্থায় চোখ জ্বলতে পারে।
করণীয়
রাস্তাঘাটের কালো ধোঁয়া ও ধুলোবালি থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করুন।
চোখের পানি কমে গেলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখে কৃত্রিম চোখের পানি ড্রপ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
পানি শুকিয়ে যাওয়ার কারণ যেমন—বাতরোগ, শোগ্রেন সিনড্রোম ইত্যাদি রোগের চিকিৎসা করাতে হবে।
সালফার-জাতীয় ওষুধে যাদের অ্যালার্জি আছে, তাদের তা বর্জন করতে হবে।
চিকিৎসকের পরামর্শে চোখের অ্যালার্জি এবং কর্নিয়ায় ভাইরাস সংক্রমণের চিকিৎসা করাতে হবে।
চোখ বেশিক্ষণ বন্ধ রাখলে অনেক ক্ষেত্রে চোখের জ্বালা কমে। সে জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
চোখে কেমিক্যাল পড়লে সঙ্গে সঙ্গে চোখে বেশি করে পানি দিয়ে অনেক সময় ধরে ধুয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চোখে ড্রপ দেওয়ার কারণে চোখ জ্বললে ভয় পাবেন না। আস্তে আস্তে কমে যাবে। মূল রোগের চিকিৎসা বন্ধ করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।
শামস মোহাম্মদ নোমান
চক্ষু বিশেষজ্ঞ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র পাহাড়তলী, চট্টগ্রাম
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৮, ২০১১
Arif:
thanks
Narayan:
Good post.
nature:
Nice post.................help us all. Thanks for the post.
mehnaz:
Informative post. All of us should know about the prevention.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version