Faculties and Departments > Faculty Sections

১০ মিনিটে ঘরেই তৈরি করুন পিৎজা!

(1/1)

protima.ns:
১০ মিনিটে ঘরেই তৈরি করুন পিৎজা!:
পিৎজা খেতে কে না পছন্দ করেন। সকালের নাস্তায় ও শিশুদের টিফিনের জন্য ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক পিৎজা। ঘরেই মাত্র ১০ মিটিটে তৈরি করুন ব্রেড পিৎজা।


আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ব্রেড পিৎজা-
উপকরণ

পাউরুটি- ১০ স্লাইস , ক্যাপসিকাম কুচি- আধ কাপ, চিকেন সেদ্ধ- আধ কাপ, চিজ স্লাইস-১০টি, টমাটো সস- পছন্দমতো, সেদ্ধ কর্ন- সোয়া কাপ, পেঁয়াজ ২টি (স্লাইস করা), চিলি ফ্লেক্স- সামান্য, লবণ- স্বাদমতো।

প্রণালি

গরম তাওয়া বা ফ্রাইপ্যানে পাউরুটি দিন। তারপর পাউরুটির উপর স্লাইস চিজ, টমাটো সস, ক্যাপসিকাম কুচি, চিকেন সেদ্ধ, কর্ন সেদ্ধ, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। তারপর পাউরুটির নিচটা বাদামি হতে আর চিজটা গলতে দিন। দেখবেন পুড়ে যেন না যায়। চিজ গলে গেলে নামিয়ে পরিবেশন করুন।

Navigation

[0] Message Index

Go to full version