Faculties and Departments > Financial Institution and Market

করোনার কোপে টানা ছয় দিন বেসামাল বিশ্ব পুঁজিবাজার

(1/1)

Md. Alamgir Hossan:
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আতঙ্ক ভর করেছে বিশ্ব পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ওপর।


করোনাভাইরাসের বিস্তারে বিশ্ব অর্থনীতি টালমাটাল হবে—এমন আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার টানা ছয় দিনের মতো ধস নামে বিভিন্ন দেশের শেয়ারবাজারে।

বিশ্বব্যাপী গত ছয় দিনে পুঁজিবাজার ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের মূল্য হারিয়েছে।

গতকাল ওয়ালস্ট্রিটে প্রধান সূচক ডাও জোন্স কমে ১২০০ পয়েন্ট বা ৪ দশমিক ৪ শতাংশ। অপর সূচক এসঅ্যান্ডপি ৫০০ কমে ৪ দশমিক ৪ শতাংশ। নাসডাক সূচক হারিয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

যুক্তরাজ্যের প্রধান পুঁজিবাজার লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ সূচকটি লেনদেন শেষে সাড়ে ৩ শতাংশ কমেছে। জাপানের নিকেই সূচক কমেছে ২ শতাংশ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন ঘটেছে। চীনের হুবেই প্রদেশ থেকে এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে চীনসহ বিভিন্ন দেশে। এখন ছড়াচ্ছে ইতালি ও ইরান থেকেও। প্রাদুর্ভাব কেন্দ্রের পরিবর্তন নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের বাইরে সংক্রমণও বেশি হচ্ছে। গত সাত দিনে অন্তত ২০টি দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে ২ হাজার ৮০০-এর বেশি মানুষ মারা গেছে।

Shakil Ahmad:
 :'( :'( :'( :'( :'( :'( :'( :'(

Navigation

[0] Message Index

Go to full version