Science & Information Technology > Science Discussion Forum
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য চোখ ভাল রাõ
mehnaz:
কম্পিউটার ব্যবহারকারীর চোখের ভুমিকা অপরিসীম। তাই কম্পিউটার ব্যবহারকারী হিসেবে চোখ ভাল রাখার উপায় জেনে রাখা আবশ্যক।
কম্পিউটারে যারা কাজ করছেন তারা প্রথমেই চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে জেনে নিন চোখে দৃষ্টিগত সমস্যা আছে কিনা। [সাভাবিক দৃষ্টিশক্তি দূরদৃষ্টিঃ 6/6, নিকটদৃষ্টিঃ N-5]। যদি দৃষ্টিগত সমস্যা থাকে তবে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ মত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন। এক্ষেত্রে চশমার প্রয়োজন হতে পারে। যদি আপনার চোখের জন্য পাওয়ারের কোন চশমা প্রয়োজন না হয় তাহলে কম্পিউটারে কাজের সময় পাওয়ার ছাড়া চশমা ব্যবহার করুন।
অন্ধকার ঘরে কম্পিউটার চালাবেন না। কম্পিউটার ব্যবহারের সময় মনিটর বরাবর উপরের দিকে টিউব লাইট জ্বালিয়ে রাখুন। মনিটরের উল্টাদিকে মনিটরে প্রতিফলিত হয় এমন কোন বাতি জ্বালিয়ে রাখবেন না। দিনের বেলায় কম্পিউটার ব্যবহারের সময় মনিটরের উল্টাদিকে মনিটরে প্রতিফলিত হয় এমন দরজা জানালা বন্ধ রাখুন। মনিটরের দিকে সরাসরি মুখ করে বসে কম্পিউটার ব্যবহার করুন। বাঁকা বা তীর্যক চোখে তাকাতে হয় এমন করে বসবেন না।
একটানা অনেকক্ষন মনিটরের দিকে তাকিয়ে থাকা ঠিক নয়। এক্ষেত্রে কিছুক্ষণ পর পর চোখকে বিশ্রাম দেয়া উচিৎ। বিশ্রামের জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আবার কাজ শুরু করুন।
যাদের বয়স ৪০এর উপরে তাদের চোখে এর আগে কখনও কোন কিছু দেখতে অসুবিধা না হলেও এখন কাছের ছোট লেখাপড়া সহ ছোট যে কোন কিছুই দেখতে অসুবিধা হবে। সেই সুত্রে কম্পিউটারে কাজ করতেও অসুবিধা হবে। এরকম অসুবিধা হবে চিকিৎসকের পরামর্শ মতো বাইফোকাল চশমা ব্যবহার করতে হবে। যারা আগে থেকেই দূরে দেখার জন্য চোখে পাওয়ার চশমা ব্যবহার করেন ৪০ বছর বয়স পূর্ণ হলে বা বেশী হলে তাদের চশমা পরিবর্তন করে বাইফোকাল করে নিতে হবে।নিয়মিত পুষ্টিকর খাবার চোখ ভাল রাখে তাই নিয়মিত ফলমূল সহ বিভিন্ন পুষ্টিকর খাবার গ্রহন করুন। ডায়াবেটিস বা প্রেসার থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রনে রাখুন।
মনে রাখবেন দৃষ্টিশক্তির ত্রুটি থাকলে এবং চোখে চশমার প্রয়োজন হলে চমশা ব্যবহার করা উত্তম নতুবা আস্তে আস্তে চোখের স্থায়ী ক্ষতি হতে থাকবে।আপনার জীবনে আপনি যে কাজই করুন না কেন চোখ আপনাকে সর্বাধীক সহযোগীতা করে। তাই চোখের যত্ন নিন চোখ ভাল রাখুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
arefin:
Good post MT madam.
safiqul:
Good post :)
Narayan:
Good Post.....
sethy:
Very informative post. Because today there are very few people who doesn't use computer. In every sector we have the need of using computer. And which is harmful for our eyes. So we should be careful about this.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version