Science & Information Technology > Technology

প্লে স্টোরে ডার্ক মোড

(1/1)

sadiur Rahman:
প্লে স্টোরে ডার্ক মোড সুবিধা চালু করছে গুগল। ফিচারটি চালু হলে উজ্জ্বল আলোর পরিবর্তে রাতে ব্যবহার উপযোগী হালকা কালো রঙে প্লে স্টোরের বিভিন্ন ফিচার ব্যবহারের সুযোগ মিলবে। ফলে চোখের ওপর চাপ কমবে।

এরই মধ্যে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলা কিছুসংখ্যক ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে অল্প কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব ডিভাইসে ফিচারটি ব্যবহার করা যাবে।

Source : https://www.kalerkantho.com/online/info-tech/2020/03/03/881337

Navigation

[0] Message Index

Go to full version