IT Help Desk > Telecom Forum

বানরের হাতে আইপ্যাড!

(1/1)

arefin:
গবেষকরা বলছেন, গলায় মুক্তার মালা না হোক, অন্তত হাতে আইপ্যাড হচ্ছে বানরের জন্য উপযুক্ত ডিভাইস! আর তাদের এ বক্তব্য প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের মেলওয়াকি চিড়িয়াখানার একটি বানর। স্কাইপ ব্যবহার করে অন্য বানরের সঙ্গে আলাপ করা, টাচস্ক্রিনে ছবি আকা বা অন্যপ্রাণীর ছবি দেখার কাজটিও বানর দক্ষতার সঙ্গেই করেছে।
বানরের এ কাণ্ড দেখে অনেকেই বাঁদরামি ভাবছেন বা ভাবছেন অ্যাপল থেকেই এমনটা করেছে বানর। কিন্তু গবেষকরা বলছেন, বানরেরও টাচস্ক্রিন ব্যবহার করে আইপ্যাড চালানোর মতো সহজাত বুদ্ধি রয়েছে। ‘অ্যাপস ফর দ্য এপস’ প্রকল্পের মাধ্যমে বানরের সহজাত বুদ্ধি পরীক্ষা করেছেন গবেষকরা। গবেষকরা বলছেন, বানরদের সবসময় চাঙ্গা রাখতে হয় নাহলে তারা উৎসাহ হারিয়ে ফেলে।’
অ্যাপল-এর প্রয়াত সিইও স্টিভ জবস-এর ধারণা থেকেই এ প্রকল্পটি নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গবেষকরা বলছেন, বানর আর্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবিও আঁকতে পারে এবং ভিডিও দেখতেও খুব মজা পায়।


খবর বিবিসি অনলাইন-এর।
Source: http://tech.bdnews24.com/details.php?shownewsid=3281

mehnaz:
 ;D ;D :D.....i wanna see that monkey...thanks TA sir for sharing such interesting news with us.

arefin:
me too MT madam :)

bipasha:
interesting  :)

nature:
Really interesting............ Thanks sir for sharing the interesting news.

Navigation

[0] Message Index

Go to full version