Faculty of Science and Information Technology > Software Engineering

সিটি আইটি ফেয়ার ২০২০

(1/1)

afsana.swe:
রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে গতকাল সোমবার শুরু হয়েছে ছয় দিনের ‘সিটি আইটি ফেয়ার ২০২০’। এবারের মেলার প্রতিপাদ্য ‘এক্সপ্লোর দ্য নেক্সট’। বরাবরের মতো এবারও ছাড় ও উপহার নিয়ে মেলায় রায়ানস থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠার ২০ বছর হয়ে গেল। পাশাপাশি রায়ানস কম্পিউটারসও ২০ বছরে পদার্পণ করেছে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য রেখেছে প্রায় পাঁচ হাজার প্রযুক্তিপণ্য। কম্পিউটার বাজারটির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় রায়ানসের দোকানগুলোয় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য থাকবে প্রযুক্তিপণ্যের উপস্থাপনাও।

রায়ানসের পক্ষ থেকে জানানো হয়, অ্যাপল, এইচপি, ডেল, আসুস, এসার, লেনোভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, ক্যামেরা, স্পিকার, হেডসেট, কম্পিউটার যন্ত্রাংশ, অনুষঙ্গ, নেটওয়ার্কিং ডিভাইসের পাশাপাশি মেলা উপলক্ষে গেমিং কম্পিউটার, কনসোল, প্রিমিয়াম নোটবুকে থাকবে বিশেষ ছাড় এবং উপহার। এ ছাড়া গ্রাহকসেবার জন্য থাকবে আলাদা বুথ।

https://www.prothomalo.com/technology/article/1642834/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C

Navigation

[0] Message Index

Go to full version