Faculty of Science and Information Technology > Software Engineering
নতুন নকশায় ফেসবুকে তাদের মেসেঞ্জারে ‘পিপল’
(1/1)
afsana.swe:
মেসেঞ্জারকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার চেষ্টা করছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন নকশায় মেসেঞ্জার থেকে ডিসকাভার ট্যাগটিকে বাদ দেওয়া হচ্ছে। এ ট্যাব থেকে বিভিন্ন চ্যাটবটকে মেসেঞ্জারে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছিল ফেসবুক। গত বছরের আগস্ট মাসে ফেসবুক তাদের মেসেঞ্জারে এ পরিবর্তন আনার কথা বলেছিল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, মেসেঞ্জারে পরিবর্তনের বিষয়টি আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে।
২০১৮ সালে ফেসবুক তাদের মেসেঞ্জার অ্যাপে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিল। মেসেঞ্জার অ্যাপটিকে আরও সহজ ও জঞ্জালমুক্ত করতে ‘ডু এভরিথিং’ ডিজাইনের দর্শন যুক্ত করা হয়। এ নকশার পেছনে ছিলেন ওই বিভাগের প্রধান ডেভিড মার্কাস। তিনি এখন ফেসবুকের ব্লকচেইন বিভাগের প্রধান। এ বিভাগ ফেসবুকের ভার্চ্যুয়াল মুদ্রা লিবরা নিয়ে কাজ করছে।
https://www.prothomalo.com/technology/article/1642334/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0
Navigation
[0] Message Index
Go to full version