সিসি ক্যামেরা নষ্ট এমন এলাকাকে বিস্ফোরণের জন্য বেছে নেয় হামলাকারীরা

Author Topic: সিসি ক্যামেরা নষ্ট এমন এলাকাকে বিস্ফোরণের জন্য বেছে নেয় হামলাকারীরা  (Read 953 times)

Offline afsana.swe

  • Full Member
  • ***
  • Posts: 241
  • Think Positive
    • View Profile
    • DIU profile
চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশমুখে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা আছে ১০৪টি। দূর থেকে সম্ভাব্য অপরাধ ও যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ছয় বছর আগে এই ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু ছয় মাস ধরে বেশির ভাগ সিসি ক্যামেরাই অচল পড়ে আছে। অনেক জায়গায় ক্যামেরাও নেই। গত রোববার পুলিশের তালিকা অনুযায়ী ১০৪টি ক্যামেরার মধে৵ সচল রয়েছে মাত্র ২৫টি। নষ্ট পড়ে আছে ৭৯টি ক্যামেরা।

চট্টগ্রাম নগরের ব্যস্ততম ২ নম্বর গেটে গত শুক্রবার রাতে পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। ঘটনার আগে বিস্ফোরকটি বক্সের ভেতর কে বা কারা রেখে যায়। ছুটির দিন হওয়ায় বন্ধ ছিল আশপাশের দোকান। লোকসমাগম ছিলও কম। বিস্ফোরকটি পুলিশ বক্সের ভেতর কে বা কারা রেখে যায়, তা এখন পর্যন্ত শনাক্ত হয়নি। এ মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিসি ক্যামেরা নষ্ট এমন এলাকাকে বিস্ফোরণের জন্য বেছে নেয় হামলাকারীরা, যাতে কেউ ধরা না পড়ে।

https://www.prothomalo.com/bangladesh/article/1643000/%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A7%8B-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
Afsana Begum,
Lecturer (Senior Scale),
Member of Exam Committee and
Convenor of DIU-ISG, Bangladesh,
Software Engineering Department,
Daffodil International University, Dhaka