Entertainment & Discussions > Cricket
নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তামিম
(1/1)
Kazi Sobuj:
নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তামিম
জিম্বাবুয়ের সাথে এক ঝোড়ো ইনিংস খেলে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে সাজালেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। নিজের ১৫৪ রানের সেই রেকর্ডটি ভাঙতে জিম্বাবুয়াকেই খুঁজে নিয়েছেন এই ওপেনার। কার্ল মুম্বাকে ৪৬ তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে তার ১৫৪ রানের সর্বোচ্চ রেকর্ড টপকান তামিম। ম্যাচে ১৩৬ বল খেলে থামেন ১৫৮ রানে। কার্ল মুম্বার বলে তালুবন্দি হন টিনোটেন্ডা মুতোমবোজির।
এর আগে ম্যাচের ৩৭তম ওভারে উইলিয়ামসের পঞ্চম বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেন তিনি। এই সেঞ্চুরি করতে ১০৬ বল মোকাবিলা করতে হয় এই ওপেনারের। এরপর ১৩২ বল খেলে করেন ১৫০ রান। পরের বলেই ছক্কা মেরে পৌঁছান নতুন রেকর্ড কর্ণারে।
ম্যাচে অর্ধশত পূর্ণ করে মুশফিকুর রহিম। ৫০ বলে ৬টি চারে ৫৫ রান আসে তার ব্যাট থেকে। তামিমের ঝড়ে বড় সংগ্রহের দিকে টাইগাররা। ৪৭ তম ওভারেই ৫ উইকেট হারিয়ে ৩০০ ছড়াল বাংলাদেশ।
Source: https://www.kalerkantho.com/online/sport/2020/03/03/881430
Faruq Hushain:
One of the favorite player.
Navigation
[0] Message Index
Go to full version