Health Tips > Coronavirus - করোনা ভাইরাস
করোনা সংক্রান্ত যে ৯ বিষয়ে সার্চ করবেন না
Anuz:
বিশ্বের ৮০ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯)। বিশ্বে করোনাভাইরাসে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের টিকা এখনও আবিষ্কৃত হয়নি। এই রোগ থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে জানা ও প্রতেরোধ করা। তবে বাংলাদেশে এখন পর্যন্ত কাউকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা যায়নি। বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন একটি আতঙ্কের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা জারি করেছে। প্রাণঘাতী এই রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন বিষয় জানতে সবাই এখন গুগল সার্চ করছে। কিন্তু গুগলের তথ্যে অসংখ্যা ভুলের ছড়াছড়ি রয়েছে।
তাই এই সংকটময় সময়ে ইন্টারনেটে যে দশটি বিষয় লিখে সার্চ করবেন না।
আসুন জেনে নিই এমন ১০ বিষয় সম্পর্কে-
১. করোনাভাইরাস প্রতিরোধে কোনো স্পেশাল মাস্ক নেই। তাই এ রকম বিজ্ঞাপন দেখলে এসব থেকে দূরে থাকুন।
২. করোনাভারাসের আকার এত ছোট যে এন৯৫ কিংবা সার্জিক্যাল মাস্ক যেটিই হোক– এর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই অনলাইনে এ রকম বিষয় থেকে দূরে থাকুন।
৩. করোনাভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই অনলাইন থেকে করোনা প্রতিষেধক এ রকম কোনো মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।
৪. র্যা ন্ডমলি অনলাইনে করোনাভাইরাস সংক্রান্ত কিছু সার্চ করবেন না।
৫. করোনাভাইরাসের এখনও কোনো ‘টেস্ট কিট’ বের হয়নি। তাই ভুয়া করোনাভাইরাস টেস্ট কিট থেকে দূরে থাকুন।
৬. হোয়াটসঅ্যাপ কিংবা টিকটকসহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরে বিশ্বাস করবেন না।
৭. করোনাভাইরাস সংক্রান্ত কোনো বিষয়ে ইউটিউব থেকে পরামর্শ নেবেন না।
৮. করোনাভাইরাসের উপসর্গ কেমন হবে এ রকম কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করবেন না।
৯. যাচাই ছাড়া কোনো আর্টিক্যাল বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। এ ছাড়া ফিশিং ইমেইলের ফাঁদে পা দেবেন না।
shirin.ns:
Informative post...
Raihana Zannat:
Informative post...
Md. Siddiqul Alam (Reza):
Thanks for your informative post.
MasudRana:
Thanks Sir for sharing This informative post :)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version