General Category > Common Forum

যখন যাবার কথা ছিল

(1/1)

Raja Tariqul Hasan Tusher:
যখন যাবার কথা ছিল যাওয়া হয়নি

আমি ভুলে গেছি লগ্ন—প্রেমের সময়
যখন ফেরার কথা ছিল ফেরাও হয়নি
আমি ভুলে গেছি স্বপ্ন—ঘুমের আশ্রয়।

তোমার বাঁশিতে টান ছিল-বুঝতে চাইনি
তোমার হাসিতে বান ছিল-খুঁজতে চাইনি
তুমি চেয়েছিলে সংবর্ষ দিগন্ত-দেখতে দিইনি
তুমি চেয়েছিলে সংস্পর্শ অনন্ত-রাখতে দিইনি।

যখন বলার কথা ছিল বলতে চাইনি
আমি ভুলে গেছি স্বর—প্রণয়ের ধ্বনি
যখন চলার কথা ছিল চলতে চাইনি
আমি ভুলে গেছি ঘর—হৃদয়ের খনি।

তোমার কথনে কষ্ট ছিল—শুনতে পাইনি
তোমার বচন স্পষ্ট ছিল—গুনতে চাইনি
তুমি চেয়েছিলে স্বাদের আসর—ভুলেও নিইনি
তুমি চেয়েছিলে চাঁদের বাসর-ভুলেও দিইনি।

এখনো আবিরা রাগে, মনে স্মৃতিরা জাগে, কখনো
বাজাই গানের কথা, জমে প্রাণের ব্যথা, সঘন
এক বেভুল ছিলাম, হয়েছি তখনো
তাই আমি প্রেমহীন, রয়েছি এখনও...

Navigation

[0] Message Index

Go to full version