IT Help Desk > Internet
ওয়েবসাইট পড়ে শোনাবে গুগল
(1/1)
Forman:
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) ডিজিটাল সহকারী গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন এক সুবিধা তুলে ধরে গুগল। বলা হয়েছিল, অ্যাপটি কোনো ওয়েবসাইটের বিভিন্ন ভাষার লেখা পড়ে শোনাতে পারবে। সুবিধাটি অ্যাসিস্ট্যান্ট অ্যাপে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে গুগল। ক্রমান্বয়ে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি ছাড়া হবে।
সুবিধাটি ব্যবহার করতে ‘হে গুগল, রিড দিস’ বা ‘রিড দিস পেজ’ নির্দেশ দিতে হবে। এরপর গুগল অ্যাসিস্ট্যান্ট সেটি পড়া শুরু করবে। পর্দায় তখন পড়তে থাকা লেখাটি দেখাবে। একই সঙ্গে পড়ার গতি কমবেশিও করা যাবে।
গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি আপাতত ৪২টি ভাষা সমর্থন করবে। এর অর্থ, যেকোনো ওয়েবপেজ ৪২টি ভাষায় অনুবাদ করা যাবে এবং সহকারী এটি জোরেশোরে পড়ে শোনাতে পারবে। যেমন অন্য কোনো কাজ করার সময় আপনাকে হয়তো অনলাইনে খবর পড়ে শোনাতে পারবে এটি। কিংবা রান্নার সময় রন্ধনপ্রণালি বা রেসিপি পড়েও শোনাতে পারবে।
Source: Prothomalo
Navigation
[0] Message Index
Go to full version