Health Tips > Coronavirus - করোনা ভাইরাস

কাল থেকে বেনাপোল দিয়ে ভারত যাওয়া বন্ধ

(1/1)

Sultan Mahmud Sujon:
করোনাভাইরাসের কারণে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হচ্ছে। আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটার পর কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী এই বন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক এই সময়ে মধ্যে এই স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগ আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান হাবিব প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের কারণে ভারত অন্যান্য দেশের মতো বাংলাদেশি যাত্রীদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল বিকেল পাঁচটা থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রা ভারতে যেতে পারবেন। এ ছাড়া ভারতীয় নাগরিক ও ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা বন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/article/1644410/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

Anuz:
Informative. Thanks for sharing..........

Navigation

[0] Message Index

Go to full version