Entertainment & Discussions > Story, Article & Poetry
বিদায়...
(1/1)
Faruq Hushain:
দেখা হবে আবারও, দেখা হবে না হয়তো
যদি দেখা হয়ে যায় ঝলমলে কোনো দিনে
শোনাব—এক অসম যুদ্ধের গল্প!
সেদিন হয়তো থাকবে মুখে মৃদু হাসির রেখা
ক্লান্তিতে আমার হাসির মাঝে লুকিয়ে—
ফুটে উঠবে হয়তো রুক্ষতার চাপ!
আর যদি না ফিরি—
যদি আর দেখা না হয়!
দুঃখ করো না, গর্বে ভরে বলিও—
আমি তোমাদেরই একজন।
কফিনের ওপর লিখে দিয়ো লাল হরফে—
‘আমি একজন ডাক্তার
আমি পালাইনি, ভয়ে হইনি পিছপা!
নিজের সবটুকু দিয়ে উঁচু রেখেছি
নিজের নেওয়া শপথের সম্মান।’
–––
মোকাররম আলাভী: এমডি নিউরোলজি (অধ্যয়নরত), ইয়াংজো, জিয়াংসু, চীন।
Navigation
[0] Message Index
Go to full version