Faculties and Departments > Business & Entrepreneurship

Startups বিজনেস: OTA(Online Travel Agency).

(1/1)

Humayun Kabir Polash:
Online Travel Agency(OTA) তরুন উদ্যোক্তা বা স্টার্টআপদের জন্য উদ্যোক্তা হওয়ার একটি ভালো প্লাটফর্ম হতে পারে। Online Travel Agency হলো ওয়েব সাইড বেইস ট্রাভেল প্রোডাক্টস যা সরাসরি কাষ্টমারের কাছে পৌছে দেওয়া যায়। উদাহারণ: টিকিট বুকিং, হোটেল বুকিং, কার রেন্টাল, ফ্লাইট বুকিং, ভিসা প্রসেসিং, হজ্জ ও উমরা প্যাকেজ ইত্যিদি। Online Travel Agency এর ভালো উদাহারন হতে পারে- Booking.com, Expedia, Skyscornner, KiWi.com, Priceline.com, TripAdviser, MakeMy Trip, AirGorilla, Elong, Yatra ইত্যাদি।

গ্লোবাল মার্কেট সাইজ:
Online Travel Agency এর গ্লোবাল মার্কেট সাইজ ২.৫ $ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালে মার্কেট সাইজ হবে ৮১৭ $ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৬ সালে ১৯৫৫ $ বিলিয়ন মার্কিন ডলার।

কেন বাংলাদেশ?
বাংলাদেশ সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে "ট্রুরিজম সেক্টর " কে সম্ভাবনাময় সেক্টর হিসাবে চিন্হিত করেছেন। অনলাইন বেইজ তথ্য অনুসারে দেখা গিয়েছে, বাংলাদেশে প্রায় ১১ মিলিয়ন বাংলাদেশী দেশের বাইরে কাজ করেছেন(সূএ-ILO)। ২০১৯ সালে ৫৯ লক্ষ ৮৪ হাজার ১৫৫ বার দেশের ভিতরে এবং বাইরে এয়ার ট্রান্সপোর্ট ব্যবহার করেছেন এবং ২০২০ সালে ১ লক্ষ ৩৭ হাজার জন হজ্জ সম্পন্ন করবেন।

OTA Startups এর আয়ের পরিমান(২০১৮-১৯):
১. Booking.com(USA/1996)- 14.53$ billion Sales
২. Expedia.com(USA)- 11.22$ billion Sales
৩. Ctrip.com(China)- 4.54$ billion Sales
৪. Skyscanner.net(Scotland/2001)- 337$ million
৫. kiwi.com(Czech/2012)- 1.1 billion euros
৬. Priceline.com(USA/1997)- 88$ billion sales
৭. CheapAir.com(USA/1989)- 5$ billion sales

তথ্যসূত্রে:মো: হুমায়ুন কবীর পলাশ
www.venture.com.bd

Md. Alamgir Hossan:
Thanks

Navigation

[0] Message Index

Go to full version