Help & Support > Common Forum/Request/Suggestions
করোনা সংক্রান্ত পোস্ট ভূল করে ব্লক করল ফেসবুক
(1/1)
Suman Ahmed:
করোনাভাইরাস নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে। তবে ভুলে করোনা সংক্রান্ত পোস্টগুলো ব্লক করেছে ফেসবুক। ওই পোস্টগুলোর অধিকাংশই সংবাদ। বুধবার এ খবর জানিয়েছে বিজনেস ইনসাইডার। পোস্ট নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকলেও ফেসবুকের অ্যান্টি স্প্যাম ফিল্টার ওই পোস্টগুলোকে ‘বাগ’ হিসেবে চিহ্নিত করে ব্লক করে দিচ্ছে।
এদিকে মঙ্গলবার কয়েকজন ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগের মাধ্যম, অন্য আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম টুইটারে পোস্ট দিয়ে বলেছেন, কয়েকটি নির্দিষ্ট সংবাদমাধ্যমের কোনো কন্টেন্ট তারা ফেসবুকে শেয়ার করতে পারছেন না। সেই তালিকায় রয়েছে– বিজনেস ইনসাইডার, বাজফিড, দ্য আটলান্টিক এবং দ্য টাইমস অব ইসরাইল। তারা ঠিক নিশ্চিত হতে পারছে না, কেন এমনটি হচ্ছে। ওই টুইটার পোস্টগুলোতে ফেসবুক কর্তৃপক্ষকে মেনশন করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। অন্যদিকে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারীতে রূপ নেয়ার পর ফেসবুক তাদের অনেক কন্টেন্ট মডারেটরকে ছুটিতে পাঠিয়েছে। এখন শুধু সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পোস্টগুলো পরীক্ষা করা হচ্ছে।
Navigation
[0] Message Index
Go to full version