চোখে-মুখে-নাকে হাত দেওয়া এড়াতে করণীয়

Author Topic: চোখে-মুখে-নাকে হাত দেওয়া এড়াতে করণীয়  (Read 1958 times)

Offline Sultan Mahmud Sujon

  • Administrator
  • Hero Member
  • *****
  • Posts: 2667
  • Sultan Mahmud Sujon, Sr. Admin Officer
    • View Profile
    • Helping You Office Operation & Automation Management
মানুষ গড়ে প্রতি ঘণ্টায় ২৩ বার মুখে হাত দেয়। কিন্তু কোনোভাবে করোনাভাইরাস হাতে এলে এবং সেই হাত চোখে, মুখে ও নাকে দিলে ভাইরাস শরীরে প্রবেশ করে। ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি ও ছড়ানোর আশঙ্কা বাড়ে। তাই এই অভ্যাস এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মাস্ক পরা



মুখে মাস্ক ব্যবহার করুন। ফলে হাত থেকে ভাইরাস মুখে প্রবেশ করবে না।

আঙুল মুষ্টিবদ্ধ রাখুন



বসে বা শুয়ে থাকার সময় দুই হাতের আঙুল মুষ্টিবদ্ধ রাখুন। মুষ্টিবদ্ধ অবস্থায় কথা বলুন বা হাঁটুন। কিছুক্ষণ পরপর হাতের আঙুল নাড়ুন এবং আবার মুষ্টিবদ্ধ করুন।

চশমা পরা



https://www.prothomalo.com/life-style/article/1646467/%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%8F%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%80%E0%A7%9F