General Category > Common Forum

Researchers of Daffodil International University Develops Q-A based tool for for

(1/1)

Raja Tariqul Hasan Tusher:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক দল করোনা ভাইরাস কোভিড ১৯ চিহ্নিত করার জন্য একটি সফ্টওয়্যার তৈরি করেছে। এতে একটি প্রশ্ন-উত্তর ভিত্তিক টুল উদ্ভাবন করা হয়েছে যা সফ্টওয়্যারটির মাধ্যমে একজন ব্যক্তির কোভিড ১৯ সম্পর্কে সম্ভাবনার পূর্বাভাস দিতে পারে। এই টুলটি www.helpus.ai এর মাধ্যমে ব্যবহার করা যাবে।

এর পাশাপাশি, সফ্টওয়্যারটি প্রাথমিক পর্যায়ে কোভিড ১৯ লক্ষণগুলির পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি উল্লেখ্য যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আরও একটি সফ্টওয়্যার তৈরি করেছে, যা রোগীর বুকের এক্স-রে চিত্রের মাধ্যমে কোভিড ১৯ সনাক্ত করতে পারে।

Navigation

[0] Message Index

Go to full version