প্রতিদিন নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Author Topic: প্রতিদিন নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস  (Read 2496 times)

Offline afsana.swe

  • Full Member
  • ***
  • Posts: 246
  • Think Positive
    • View Profile
    • DIU profile
প্রতিদিন নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত চীনসহ ৭৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়ানোর তথ্য পাওয়া গেছে। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এসব দেশ ও অঞ্চলে বাস করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতিকে দিকদিশাহীন বলে বর্ণনা করেছে। এমন শ্বাসতন্ত্রের জীবাণু এর আগে দেখা যায়নি।

কোনো সাধারণ নিয়ম মেনে নতুন এই ভাইরাস দেশ থেকে দেশে ছড়াচ্ছে না। প্রতিটি দেশের ক্ষেত্রে সংক্রমণের ধরন আলাদা বলেই মনে হচ্ছে। দুই মাসের মধ্যে আক্রান্ত হয়েছে ৯১ হাজারের বেশি মানুষ। তিন হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগেভাগে ও আগ্রাসী পদক্ষেপ নিলে এই ভাইরাসের সংক্রমণ বন্ধ এবং জীবন রক্ষা করা সম্ভব।

তবে বাংলাদেশে এখনো কেউ এই ভাইরাসে সংক্রমিত হয়নি। ‘কোভিড–১৯’ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে জাতীয় কমিটির নেতৃত্বে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জেলা পর্যায়ের কমিটির প্রধান থাকবেন জেলা প্রশাসক; আর উপজেলা পর্যায়ের কমিটির প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব পরিস্থিতি তুলে ধরার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক দেশে সভা, সেমিনার, অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১০০ বছরে একবার আমরা পাব। যেহেতু দেশে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি, কাজেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের কোনো অনুষ্ঠান বন্ধ থাকবে না।’ তিনি আরও জানান, করোনাভাইরাস–বিষয়ক একটি পরিকল্পনা তৈরি করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ ছাড়া বিশেষজ্ঞরা ‘কোভিড–১৯’ চিকিৎসাবিধি (ট্রিটমেন্ট প্রটোকল) তৈরি করেছেন।

https://www.prothomalo.com/bangladesh/article/1642978/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC
Afsana Begum,
Assistant Professor,
Co-ordinator of M.Sc in SWE ,
Member of Accreditation Committee,
Member of Sexual Harassment Committee,
and
Member of PSAC Committee,
Department of Software Engineering,
Daffodil International University, Dhaka

Offline Raisa

  • Hero Member
  • *****
  • Posts: 908
  • Sky is the limit
    • View Profile
:)