Religion & Belief (Alor Pothay) > Hajj
হজের প্রাক-নিবন্ধন তথ্য নিজে নিজেই যাচাই করুন,সচেতন থাকুন
(1/1)
BRE SALAM SONY:
হজের প্রাক-নিবন্ধন নম্বর যাচাই করুন
যাঁরা হজে যেতে চান, তাঁদের এখন অনেকটা ১ বছর পূর্বে প্রাক-নিবন্ধন করতে হয়। প্রাক-নিবন্ধন চলমান প্রাক নিবন্ধন চলমান পক্রিয়া ।
প্রাক-নিবন্ধনের টাকা জমা সাপেক্ষে ব্যাংক থেকে প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর দেওয়া হয়।
চাইলে আপনি দেখতে ও যাচাই করতে পারেন কী কী তথ্য সেখানে রয়েছে।
হজ ওয়েবসাইট (www.hajj.gov.bd) বা এখানে (https://goo.gl/Hcwf3p) সরাসরি ক্লিক করলে পিলগ্রিম অনুসন্ধান বাটনে ক্লিক করে ট্র্যাকিং নম্বরটি লিখুন। এরপর ট্র্যাকিং নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর, টাকা পরিশোধ, গ্রুপ, ছবি, কে ডেটা এন্ট্রি করেছেন তাঁর নাম, ই-মেইল ও মোবাইল নম্বর চলে আসবে।
এছাড়াও হজনিউজ.কম.বিডি তে গিয়ে হজযাত্রী অনুসন্ধানের ঘরে আপনার ট্রাকিং আইডি দিয়ে জেনে নিতে পারেন আপনার বর্তমান অবস্থান ।
এছাড়াও সরকারী ওয়েব সাইটে গিয়ে নীচের এই স্থান থেকেও দেখে নিতে পারেন
আমার ব্যাক্তি গত জানামতে কয়েকটি হজ এজেন্সী যারা দীর্ঘ এক যুগেরও অধীক সময় ধরে হজযাত্রীদের কে বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে আসছে ।
যারা ধর্ম মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং কোন ধরনের কালো তালিকাভুক্ত এজন্সেী ও নয় ।
জিলহজ গ্রুপ বাংলাদেশ
জিলহজ ট্রাভেলস ,হজ লাইসেন্স নং-০৩২১
কর্পোরেট ট্রুর বিডি ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৩৪২
ট্রাভেল হারামাইন বিডি ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৪০১
জেটওয়ে হজ লিঃ ,অপারেটিং হজ লাইসেন্স নং-১৪০০
বেস্ট হজ উমরাহ লিঃ ,অপারেটিং হজ লাইসেন্স ন!-০৭৪
সব শেষে আপনার হজ সফর বৈধ হজ এজেন্সীর সাথে করুন ,নিরাপদ ও আরাম দায়ক হজ করুন ।
আল্লাহ আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করুন ।
আমীন
Navigation
[0] Message Index
Go to full version