Religion & Belief (Alor Pothay) > Quran

বিষয়ভিত্তিক আল কোরআন - আল্লাহ তা'আলার নিকট নেককারদের মর্যাদা ও ইনসাফ সম্পর্কে

<< < (3/3)

masud.ged:
১১। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব। - (সূরা আনকাবুত - ৭)

masud.ged:
১২। যে সৎকর্ম করে, সে নিজের উপকারের জন্যেই করে, আর যে অসৎকর্ম করে, তা তার উপরই বর্তাবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেই যুলুম করেন না। - (সূরা হা-মীম সেজদাহ - ৪৬)

masud.ged:
১৩। এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী। - (সূরা আশ-শুরা - ২৩)

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version