Religion & Belief (Alor Pothay) > Quran
আল কোরআন এর বিষয়ভিত্তিক আয়াত - রাসুলুল্লাহ (সাঃ) এর চরিত্রের বর্ণনা
masud.ged:
১১। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসূল। তোমাদের দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। - (সূরা আত তাওবাহ - ১২৮)
masud.ged:
১২। আপনি এর জন্যে তাদের কাছে কোন বিনিময় চান না। এটা তো সারা বিশ্বের জন্যে উপদেশ বৈ নয়। - (সূরা ইউসুফ - ১০৪)
masud.ged:
১৩। এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি, তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তজ্জন্যে আনন্দিত হয় এবং কোন কোন দল এর কোন কোন বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এরূপ আদেশই দেয়া হয়েছে যে, আমি আল্লাহর এবাদত করি। এবং তাঁর সাথে অংশীদার না করি। আমি তাঁর দিকেই দাওয়াত দেই এবং তাঁর কাছেই আমার প্রত্যাবর্তন। - (সূরা রা'দ - ৩৬)
masud.ged:
১৪। কাফেররা বলেঃ আপনি প্রেরিত ব্যক্তি নন। বলে দিন, আমার ও তোমাদের মধ্যে প্রকৃষ্ট সাক্ষী হচ্ছেন আল্লাহ এবং ঐ ব্যক্তি, যার কাছে গ্রন্থের জ্ঞান আছে। - (সূরা রা'দ - ৪৩ )
masud.ged:
১৫। এবং পালনকর্তার এবাদত করুন, যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে। - (সূরা হিজর - ৯৯)
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version