New judgement on cancellation of bail

Author Topic: New judgement on cancellation of bail  (Read 1595 times)

Offline Mahmud Arif

  • Sr. Member
  • ****
  • Posts: 295
    • View Profile
New judgement on cancellation of bail
« on: September 10, 2020, 10:42:12 PM »
The Supreme Court of Bangladesh on 8th September 2020 has published the judgement of the case "Md. Ibrahim Vs. The State", Criminal Appeal(H) 6513/2019, through the official website.

Case Brief:
The Registrar General of Bangladesh Supreme Court is hereby directed to issue a “General Circular” to all the Judges/ Magistrates having exercising criminal jurisdiction containing the following directions:
1. The Court below shall not cancel the bail of an accused granted by the High Court Division without any allegation of proven misuse of the privilege of bail by the accused.
2. When an accused is enjoying the privilege of ad-interim bail granted by the High Court Division for a limited period in a pending rule under section 498 of the Cr.P.C or in an appeal against under special law and he/she is regularly appearing before the Court below, his/her bail shall not be cancelled and cannot be taken him/her into jail custody by the Court below only on the ground that he/she could not submit bail extension order from the High Court Division.
3. In the event of unavailability of such extension order, the Courts below must wait for the result of the rule or the appeal, as the case may be, in which the accused was granted ad-interim bail.
4. Learned Judges of the Courts below shall not cancel bail of an accused granted by the High Court Division in pending rule or appeal until and unless the rule is discharged or the appeal is dismissed or in any way the accused violates any condition of bail, if any, imposed by the High Court Division at the time of granting bail”

Translation:
কোনো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া আসামিদের জামিন বাতিল করা না করা নিয়ে অধস্তন আদালতকে চার দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশনা দিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশ করা হয়।
চার দফা নির্দেশনা হলো:

১. হাইকোর্ট ডিভিশন থেকে কোনো আসামি যদি নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পান, তবে অধস্তন আদালত জামিনের সুস্পষ্ট অপব্যবহার ব্যতীত সেই জামিন বাতিল করতে পারবেন না।

২. নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পাওয়া ব্যক্তি যদি অধস্তন আদালতে নিয়মিত হাজিরা দেয় শুধু হাইকোর্টের জামিনের এক্সেনশন অর্ডার না থাকার কারণে অধস্তন আদালত জামিন বাতিল করে জেলহাজতে পাঠাতে পারবেন না।

৩. নির্দিষ্ট সময়ে জামিন পাওয়ার পর যদি সেই সময় পার হয়ে যায় তবে হাইকোর্টে আসামি যেই রুল বা আপিলে জামিন পেয়েছেন সেই রুল বা আপিল নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৪. অধস্তন আদালত হাইকোর্টের দেয়া জামিন কোনো অবস্থাতেই হাইকোর্ট যেই রুলে বা আপিলে জামিন দিয়েছেন তা খারিজ না হওয়া পর্যন্ত বাতিল করতে পারবেন না, তবে যদি হাইকোর্ট কোনো শর্তসাপেক্ষে জামিন দেন সেই শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল করা যাবে।

Find out the full judgement:
http://www.supremecourt.gov.bd/resources/documents/1548977_CrlAppeal6513of2019.pdf?fbclid=IwAR3EMKc-KNxo2Ml_PUvQY51vDLDeVnz8rxjjQvPA_nREJ0i8vx6am4ULpi0
Arif Mahmud
Lecturer
Department of Law
Daffodil International University
Email: arifmahmud.law@diu.edu.bd
Contact: +8801682036747