General Category > Common Forum

ছয়-নয়!

(1/1)

Mohammad Nazrul Islam:
কণিকা বিন্দু বারি
খট্কা ‘ছক নাড়ি;
‘সদা ঢালিতেছে মধূ’ মরমে-
-মরমীর মূখে।।

ঘাটকুঞ্জে রাই বালা
পদ্মাসনে-সাজিয়ে ঢালা;
শুষিতেছে মধূ
চাণক্যের চালে।।

গোপীনি সকল- মিলে দলবল
গাহিছে- ‘গীত-বিতান’
!! হরি বল হরি বল !!
বে-সূরা তালে।।

ননদীর কথা, কেন যে অযথা ?
-এ তব মরমী সূর;
বে-হাতির ভাজনায়-
ব্রাহ্মণের খাজনায়; ছুটছে-
দূর হতে- বহু দুর…।।

আহা! গোবিন্দ বেশ; দশদিক ডেস
‘দিন গণা তালে’-
নারায়ণের ছবি আকাঁ
ডট. ডট. ফাকাঁ ফাঁকা
প্রেম কলংক জালে।।


Navigation

[0] Message Index

Go to full version