Religion & Belief (Alor Pothay) > Islam
কুরবানীর অংশীদারের উপার্জন হারাম বা গলদ নিয়ত হলেঃ
(1/1)
A-Rahman Dhaly:
জরুরীঃ
(কুরবানী দিচ্ছি, শুধু গোশত খাচ্ছি,= সওয়াব শুন্য ? )
<> কোনো কুরবানীর অংশীদারের উপার্জন হারাম বা গলদ নিয়ত হলেঃ
**মাসআলা : ১৮. যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানী না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানী করে তাহলে তার কুরবানী সহীহ হবে না।
**মাসআলা : ২০. শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না।
তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানী হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে।
-বাদায়েউস সানায়ে ৪/২০৮, কাযীখান ৩/৩৪৯
সুত্রঃ মাসিক আলকাউসার
বর্ষ: ০৮, সংখ্যা: ০৯
Navigation
[0] Message Index
Go to full version