বি টি ভি তে একটি ধারাবাহিক বাংলা নাটক দেখাতো। নাম ছিল সংসপ্তক। বাংলা অভিধানে এর মানে খুজে দেখেছিলাম। সংসপ্তক তাকেই বলা হয় যে কিনা পরাজয় জেনেও লড়াই করে যায়।
৯০ এর দশকে একটি ইংরেজি মুভির নাম শুনতাম। সেটি হল নো রিট্রিট - নো সারেন্ডার। এর অর্থ হল যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালাবেও না অথবা আত্মসমর্পণও করবে না। সংক্ষেপে বললে ডু অর ডাই। হয় জয় নয় মৃত্যু।
আমি ভাবি আমাদের কথা। আমরা স্বপ্ন দেখি। কখনও মুভি দেখে, গান শুনে বা বই পড়ে। অনেক উন্নত মানের স্বপ্ন আমাদের মনে ঘুরে চলে।
কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা কয়জন আমাদের স্বপ্নের নায়ক বা হিরোর জীবন যাপন করি? কয়জন অন্যায়ের প্রতিবাদ করি?
আমরা কয়জন আমাদের ভয়, লোভ-লালসাকে জয় করে সত্য কথা বলতে পারি? কয়জন আমরা আমাদের বিশ্বাস ও সৎ আদর্শের কথা প্রকাশ করি?
আমরা মুভির হিরোর চলন বলন বা চুলের স্টাইল অনুকরণ করি। কিন্তু ওই পর্যন্তই আমাদের দৌড়।
আসল জীবনে আমরা সবাই হিরো হতে পারি। শুধু যদি সত্য প্রকাশের জন্য আমাদের ভয় গুলোকে জয় করতে পারি তাহলেই।